|
দিলীপের ক্রিকেট-প্রেম
রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মহারাষ্ট্র থেকে। ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত। জীবনের বিভিন্ন সময় তাঁকে দেখা গিয়েছে ক্রিকেটারের ভূমিকায়। কখনও বল হাতে, কখনও বা ব্যাট করতে।
|
কলকাতায় চ্যারিটি ম্যাচ
কলকাতায় সত্তরের দশকে একটি চ্যারিটি ম্যাচ হয়েছিল। তখন মুম্বই নামকরণ হয়নি। চ্যারিটি ম্যাচ হয়েছিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির। বাংলার হয়ে যেমন ছিলেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনিল চট্টোপাধ্যায়রা, তেমনই বম্বের হয়ে খেলতে এসেছিলেন অমিতাভ বচ্চন, জিতেন্দ্র,প্রেম চোপড়া, বিনোদ খান্না, অনিল ধাওয়ান, জনি ওয়াকাররা।
|
উপস্থিত ছিলেন জ্যোতি বসু
বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, যাঁর জন্মদিন আগামীকাল, তিনিও হাজির ছিলেন ইডেনে। দুই দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে। বম্বের দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন দিলীপ কুমার। মাঠে উপস্থিত ছিলেন দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু, রেখা-সহ বলিউডের একঝাঁক নায়িকা।
জিতেছিলেন দিলীপরা
অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সেই চ্যারিটি ম্যাচের বিভিন্ন ছবি শেয়ার করেন। তিনিই জানিয়েছিলেন, কলকাতায় ওই ম্যাচে বলিউডকে নেতৃত্ব দিয়েছিলেন দিলীপ কুমার এবং তাঁর দলই জয়ের মুখ দেখেছিল। আজ দিলীপ কুমারের প্রয়াণে তাই বারেবারেই ঘুরেফিরে আসছে ইডেনের সেই চ্যারিটি ম্যাচের কথা।