তাবড় মন্ত্রীদের পর পর পদত্যাগ!
মোদী মন্ত্রিসভায় একাধিক মন্ত্রীদের পর পর পদত্যাগের খবর এদিন বেলা গড়াতেই আসতে থাকে। এদিকে, দুপুর যত এগিয়েছে ততই একের পর এক হেভিওয়েট নেতার নাম শোনা যেতে শুরু করেছে পদত্যাগীদের তালিকায়। এদিকে, জানা গিয়েছে দিনের শেষ বেলায় কেন্দ্রীয় আইটি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ইস্তফা দিয়েছেন এদিন। তাঁদের ইস্তফা পত্র গৃহিত হয়েছে রাষ্ট্রপতির তরফে।
একাধিক হেভিওয়েটের পদত্যাগ
যে সমস্ত মন্ত্রীরা এদিন পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন , শিক্ষা মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক,। রয়েছেন বিজেপির বর্ষীয়ান সদস্য তথা চিকিৎসক হর্ষ বর্ধন। প্রসঙ্গত, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে করোনা পরিস্থিতিতে বহু সমালোচনার মুখে পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতা হর্ষ বর্ধন। এছাড়াও পদত্যাগ করেছেন আইটি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। প্রসঙ্গত,সদ্য ডিজিটাল আইন নিয়ে ঝড় উঠেছে দেশে। আইটি মন্ত্রকের এই সিদ্ধান্তে বিভিন্ন মহল থেকে এসেছে সমালোচনা। তরপরই পদত্যাগ করেন রবিশঙ্কর প্রসাদ। এদিন পদত্যাগ করেছেন পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। হেভিওয়েট মন্ত্রী হিসাবে পরিচিত সন্তোষ গাংওয়্যার এদিন পদত্যাগ করেছেন । তিনি ছিলেন শ্রমমন্ত্রী। এছাড়াও ডিভি সদান্দ গৌড়া ও থওর চাঁদ গেহলোটের পদত্যাগ রীতিমতো হতবাক করেছে অনেককে।
৫২ থেকে ৭৮ এর দিকে যাত্রা
প্রসঙ্গত, মোদী মন্ত্রিসভা যখন ২০১৯ সালে দ্বিতীয়বার শপথ পাঠ করে, তখন ৫২ জনকে নিয়ে শুরু হয়। এরপর তা ২০২১ সালের ৭ জুলাই থেকে সম্প্রসারিত হচ্ছে। এদিন সন্ধ্যায় শপথ পাথ করতে চলেছেন মন্ত্রিসভার ৭৮ জন সদস্য। ফলে কলেবরে ৫২ থেকে ৭৮ জন সদস্য নিয়ে মোদী মন্ত্রিসভা বড় হলেও, তাতে প্রচুর হেভিওয়েটের পদত্যাগ রীতিমতো প্রাসঙ্গিক হচ্ছে।
কোনদিকে তাকিয়ে রদবদল?
সামনেই ২০২২ উত্তর প্রদেশ ও পাঞ্জাব সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে মন্ত্রিসভায় দলিত নেতাদের সংখ্যাধিক্য একাধিক জল্পনা তৈরি করেছে। এদিকে, বাংলায় ২ মন্ত্রীর পদত্যাগ নিয়েও রয়েছে জল্পনা। বাংলা বিধানসভা ভোটে বাবুল সহ একাধিক হেভিওয়েট নেতারা হেরে যান। এদিকে ২১ এর নির্বাচনে দেবশ্রী চৌধুরীর লোকসভা আসনের অন্তর্গত ৪ বিধানসভা আসনে বিজেপি ২ টিতে এগিয়েছে। ফলে সব মিলিয়ে একাধিক সমীকরণের জল্পনার মাঝেই এদিন পরিবর্তিত হচ্ছে মোদী মন্ত্রিসভা।