দর্শক প্রবেশে নিষেধাজ্ঞার ভাবনা
করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে জাপান প্রশাসন। বুধবার এক সরকারি সূত্রের তরফে রয়টার্সকে জানানো হয়েছে যে সংক্রমণ বাড়তে থাকায় গেমস চলাকালীন স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার চিন্তাভাবনা চলছে। সূত্রের খবর, অলিম্পিক শুরু হওয়ার ১৬ দিন টোকিও সহ জাপানের বেশ কিছু শহরে জরুরি অবস্থা জারি করারও পরিকল্পনা নিচ্ছে জাপান সরকার।
এর আগের নিয়ম
করোনা ভাইরাসের আবহে অলিম্পিক চলাকালীন টোকিওয় বিদেশি দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। জাপান সরকার ও উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, কেবল স্থানীয় দর্শকরাই স্টেডিয়ামে বসে গেমসের বিভিন্ন ইভেন্ট চাক্ষুস করতে পারবেন। প্রতি স্টেডিয়ামে প্রতিদিনের বিভিন্ন ইভেন্টে দর্শক সংখ্যা ১০ হাজার কিংবা ৫০ শতাংশে আটকে দেওয়া হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠান
জাপানের এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রথমে ঠিক হয়েছিল যে টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্টেডিয়ামে ১০ হাজার মানুষ উপস্থিত থাকবেন। করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় জাপান প্রশাসন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানানো হয়েছে। কেবল গেমসের স্পনসরারদের অতিথি এবং আমন্ত্রিতরা ছাড়া মাঠে অন্য কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না বলে ওই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। যারা জাপানের বিভিন্ন সরকারি সূত্র থেকে এই খবর পেয়েছে বলে দাবি। যদিও ইন্টারন্যাশনালল অলিম্পিক কমিটি কিংবা গেমস আয়োজক কমিটির তরফে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। আগামী বৃহস্পতিবার এই ইস্যুতে আইওসি ও গেমসের উদ্যোক্তরা জাপান সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বলেও খবর।
জাপানে করোনার প্রভাব
জাপানে এখনও পর্যন্ত আট লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৮০০ জন। কেবল টোকিওতেই বুধবার নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২০ জন। যা ১৩ মে-র পর থেকে সর্বাধিক বলে জানানো হয়েছে।