মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের ,করোনা পরিস্থিতির মাঝে নয়া জল্পনা

সন্ধ্যে ৬ টা নাগাদ রয়েছে মোদী মন্ত্রিসভার সম্প্রসারণের সময়। তার আগে এদিন মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। করোনা পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর পদ থেকে এই চিকিৎসক বিজেপি নেতার পদত্যাগ একাধিক জল্পনা উস্কে দিয়েছে।

মন্ত্রিসভার মেগা পরিবর্তন

সন্ধ্যে ৬ টা নাগা দিল্লির বুকে রাজনৈতিক পারদ কোনদিকে যায়, সেদিকে আপাতত গোটা দেশের নজর। এদিন সন্ধ্যে ৬ টা নাগাদ দিল্লির বুকে মোদী মন্ত্রিসভা ২.০ এর মেগা রদবদল রয়েছে। তার আগে দুপুর ৩ এর মধ্যে এদিন পর পর ৪ জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন।

ইস্তফা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষা মন্ত্রী, শ্রম মন্ত্রীর পর এবার স্বাস্থ্যমন্ত্রী পদে জমা পড়ল ইস্তফা। মোদী মন্ত্রিসভা ২.০ থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। প্রসঙ্গত, এই চিকিৎসক বিজেপি নেতার ইস্তফা ঘিরে রীতিমতো তোলপাড় রাজধানীর রাজনীতি। সঙ্গে রয়েছে বড় জল্পনা।

কোভিড পরিস্থিতি ও হর্ষ বর্ধন

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের ইস্তফা উঠে এলো করোনা পরিস্থিতিতে। যা ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজধানীর বুকে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বারবার মোদী সরকার সমালোচনার মুখে পড়ে। বিদেশী বিভিন্ন সংবাদপত্রে মোদী সরকারের সমালোচনা উঠে আসে । যা ৫ রাজ্যের নির্বাচনের আগে মোদী সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।

নির্বাচন ও করোনা পরিস্থিতি

৫ রাজ্যের নির্বাচনে করোনা পরিস্থিতি রীতিমতো প্রভাব ফেলেছে। দেখা যায়, বাংলার মতো রাজ্যে শেষ ৫ দফায় প্রবলভাবে প্রভাব ফেলে দেয় করোনা পরিস্থিতি। অতিমারীতে ২ য় স্রোত কার্যত মোদী প্রশাসনকে সমালোচনার মুখে ফেলে। তারপর কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনের ইস্তফার ঘটনা রীতিমতো প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

More HARSHA VARDHAN News  

Read more about:
English summary
Health Minister Harsh Vardhan Resigns too ahead of Modi cabinet reshuffle