চুক্ত বিতর্কে ভারত সিরিজ থেকে সরলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার, অবসরের সম্ভাবনা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে চলতে থাকা বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নিলেন অ্যাঞ্জেলো ম্যাথেউস। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে আসন্ন টি২০ ও ওয়ান ডে সিরিজে তিনি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওই তারকা খেলোয়াড়ের অবসরের সম্ভাবনাও তৈরি হয়েছে বলে খবর।

সরে দাঁড়ালেন অ্যাঞ্জোলো ম্যাথেউস

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে বেশকিছু দিন ধরে। সেই অশান্তির আবহেই দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলবে ভারত। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ সিরিজ খেলবে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। চুক্তি বিতর্কের জেরে ওই দুই সিরিজ না খেলার কথা জানিয়ে দিয়েছেন তারকা অ্যাঞ্জেলো ম্যাথেউস। ৩৪ বছরের লঙ্কান অল রাউন্ডার নিজের সিদ্ধান্তের কথা বোর্ডকেও জানিয়ে দিয়েছেন।

অবসরের সম্ভাবনা

উল্লেখ্য বাংলাদেশ এবং ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কা দলে সামিল ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথেউস। যদিও তাঁকে ভারতের বিরুদ্ধে দেশের প্রাথমিক দলে রেখেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। চুক্তি বিতর্কে তারকা অল রাউন্ডার না খেলায় মোট ২৯ জন খেলোয়াড়ের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। অন্য একটি সূত্র থেকে শোনা যাচ্ছে যে অ্যাঞ্জেলো ম্যাথেউসকে নাকি বার্ষিক চুক্তি থেকেই বাদ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেই অভিমানে ৩৪ বছরের ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেও সূত্রের খবর। এ ব্যাপারে ম্যাথেউসের সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একপ্রস্থ কথা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রস্তুতিতে ভারত

চুক্তি বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেট উত্তাল হলেও সেসব যে টিম ইন্ডিয়ার গায়ে লাগছে না, তা ক্রিকেটারদের হাবেভাবেই বোঝা যাচ্ছে। তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ সিরিজের জন্য শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়ারা জোরকদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মাহীন টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু-র সবকিছু পরিকল্পনামাফিক চলছে বলে জানানো হয়েছে।

পাড়িক্কলের জন্মদিন

৭ জুলাই যেমন কিংবদন্তি এমএস ধোনির জন্মদিন, একই দিনে ধরায় আবির্ভাব ঘটেছিল দেবদত্ত পাড়িক্কল। যিনি ভারতের অন্যতম সেরা উঠতি ক্রিকেটার। এই বিশেষ দিনে শ্রীলঙ্কা সফররত তরুণ ব্যাটসম্যানকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। পাড়িক্কলের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতীয় বোর্ড।

More INDIA VS SRILANKA News  

Read more about:
English summary
Angelo Mathews pulls out his name from India series amid contract controversy