কে কোন ভাষায় পাঠ করেছেন শপথ বাক্য?
এদিন বাংলার দুই প্রতিমন্ত্রী যেমন মোদী মন্ত্রিসভা ২.০ থেকে ইস্তফা দিয়েছেন, তেমনই ৪ জন বাংলার সাংসদ এদিন মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এদিন শপথ বাক্য পাঠ করার সময় বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এদিন শপথবাক্যের ভাষা হিসাবে বেছে নেন ইংরেজিকে। বাঁকুড়ার সাংসদ চিকিৎসক সুভাষ সরকার শপথ পাঠ করেছেন হিন্দিতে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক শপথ পাঠ করেছেন ইংরেজিতে। আলিপুরদুয়ারের জন বার্লা শপথ পাঠ করেছেন হিন্দিতে।
২ জনের গমন ও ৪ জনের আগমন
প্রসঙ্গত, বাংলা থেকে যে ৪ জনকে এদিন মন্ত্রিত্বের জন্য বেছে নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে নিশীথ প্রামাণিক সর্বকনিষ্ঠ। তিনি মোদী মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসাবে এদিন প্রতিমন্ত্রীর পদে শপথ নেন। ৩৫ বছরের নিশীথ ছাড়াও বিধানসভা ভোটের পর সিএএ ইস্যুতে সরব হওয়া মতুয়াগড়ের নেতা শান্তনু ঠাকুর এদিন মোদী মন্ত্রিসভায় আসেন। এছাড়াও বাঁকুড়ার চিকিৎসক সুভাষ সরকার জায়গা করে নেন মোদী মন্ত্রিসভায়। এদিকে, এই ৪ বাঙালির আগমনের মাঝে ভোট পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। দুই সাংসদেরই ২০২১ ভোট পারফরম্যান্স এক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে বলে শোনা যাচ্ছে। যদিও সমস্তটাই জল্পনা স্তরে।
কতজন পূর্ণমন্ত্রিত্ব পেলেন ?
কলেবরে মোদী মন্ত্রিসভা আগের থেকে বেড়ে গেলেও মোদী সরকারে আপাতত ১৫ জন পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এঁরা হলেন, নারায়ণ তাতু রানে, সর্বানন্দ সোনেওয়াল, বীরেন্দ্র কুমার, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বৈষ্ণ, পশুপতি কুমার পরশ, কিরেণ রিজিজু, রাজ কুমার সিং, হরদীপ সিং পুরী, মনসুখ মাণ্ডবিয়া, ভূপেন্দর সিং, পুরষোত্তম রুপালা, জি কিষাণ রেড্ডি এবং অনুরাগ ঠাকুর। এঁদের মধ্যে হেভিওয়েট নাম অবশ্যই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল,হরদীপ সিং পুরী, অনুরাগ ঠাকুর।
তোলপাড় রাজ্য রাজনীতি
দিল্লির রাজনীতিতে যখন বাংলার ২ মন্ত্রীর পদত্যাগ করার ঘটনা নিয়ে জল্পনা শুরু হয়েছে, তখন বাংলা থেকে ৪ জন নেতা মন্ত্রিত্বের পথে এগিয়েছেন। অন্যদিকে, বাংলার রাজনীতি তোলপাড় করে বিজেপি যুব সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দেন সৌমিত্র খাঁ। দুপুর গড়াতেই বিজেপির এক হেভিওয়েট নেতাকে ঘিরে বিস্ফোরক হয়ে ওঠেন সৌমিত্র। ফলে দিল্লি থেকে রাজ্য , এদিন বিজেপির ঘরে একের পর এক ঘটনা জাতীয় রাজনীতিকে তোলপাড় করেছে।