সুভাষ সরকার
বাঁকুড়া থেকে প্রথমবার বিজেপির টিকিটে নির্বাচিত সুভাস সরকারকে বাংলা থেকে মন্ত্রী করা হয়েছে। তাঁকে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
শান্তনু ঠাকুর
বনগাঁ থেকে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছেন ২০১৯ সালে। তিনি মতুয়া সমাজের প্রতিনিধি। তাঁকে জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
জন বার্লা
আলিপুরদুয়ার থেকে জন বার্লাও প্রথমবারের জন্য বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছেন। তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি। তাঁকে মোদী মন্ত্রিসভায় সংখ্যালঘু মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে।
নিশীথ প্রামাণিক
২০১৯-এ নিশীথ প্রামাণিক কোচবিহার কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজবংশী সমাজের প্রতিনিধি। তাঁকে যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে।