সূত্রের খবর এই মন্ত্রীদের দেওয়া হতে পারে বড় দায়িত্ব
এখনও পর্যন্ত যা খবর তাতে কিরেণ রিজিজুকে আরও মন্ত্রিসভায় আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রি হরদীপ সিং পুরী পেতে পারেন বিশেষ দায়িত্ব। এছাড়াও ২৫ জন ওবিসি মন্ত্রী ও ৫ জন মন্ত্রী বড় দায়িত্ব পেতে পারেন।
ইস্তফা ও কিছু রাজনৈতিক পরিস্থিতি
এখনও পর্যন্ত যা খবর তাতে সন্ধ্যে ৬ টা নাগাদ সম্প্রসারণ হতে চলেছে মোদী মন্ত্রিসভা। তার আগে বাংলার মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। এছাড়াও শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়্যার ইস্তফা দিয়েছেন। এর আগে করোনা পরিস্থিতিতে দেশের বিধ্বস্ত অবস্থার মধ্যে উত্তরপ্রদেশের অবস্থা সবচেয়ে ভয়ানক হয়। সেই সময় কার্যত যোগী সরকারকে তোপ দেগে চিঠি লেখেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাংওয়্যার। এরপর ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে সেই সন্তোষ গাংওয়্যার মোদী মন্ত্রিসভার সম্প্রসারণের আগে ইস্তফা দিলেন।
বাংলা থেকে মন্ত্রিত্ব নিয়ে কোন আশা?
শোনা যাচ্ছে বাংলা থেকে নিজের জায়গাতেই থাকবেন বাবুল সুপ্রিয়। এছাড়াও মোদী মন্ত্রিসভায় নয়া সংযোজন হিসাবে আসতে পারেন নিশীথ প্রামাণিক ও শান্তনু ঠাকুর। এই নেতারা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবেই থাকবেন বলে শোনা যাচ্ছে।
নয়া মন্ত্রিসভায় চমক হিসাবে কারা!
এখনও পর্যন্ত যা খবর তাতে শোনা যাচ্ছে, নয়া মন্ত্রিসভায় চমক হিসাবে আসতে পারেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়াও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কে দিল্লি তলব করা হয়েছে। শোনা যাচ্ছে তিনি এবার মন্তিরত্ব পেতে পারেন।
যে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিলেন
এখনও পর্যন্ত যা খবর , তাতে শেষ পাওয়া তথ্য বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দিয়েছেন ইস্তফা। করোনা পরিস্থিতিতে ২০২০ সাল থেকে তিনি ভারতের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ নিলেও, মোদী সরকারকে স্বাস্থ্য নিয়ে বহু সমালোচনার মুখে পড়তে হয়েছে। এপর্যন্ত মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন,ডক্টর হর্ষবর্ধন, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, দেবশ্রী চৌধুরী, সন্তোষ গাংওয়্যার। দুপুর ৩ তের পর মন্ত্রিসভা থেকে ইস্তফা বাবুল সুপ্রিয়র। বাবুলকে নিয়ে মন্ত্রিসভা থেকে ২ জন বাঙালি মন্ত্রী ইস্তফা দিলেন। মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সঞ্জয় শামরাও ধোতরে, রাও সাহেব দানভে পাতিল। মোদী মন্ত্রিসভা থেকে যাঁরা ইস্তফা দিলেন তাঁরা হলেন - সাহেব দানভে পাতিল, বাবুল সুপ্রিয়, ডক্টর হর্ষ বর্ধন,প্রতাপ সারাঙ্গি, ডিভি সদানন্দ গৌড়া, রমেশ পোখরিয়াল, দেবশ্রী চৌধুরী, সন্তোষ গাংওয়্যার,থওর চাঁদ গেহলট,সঞ্জয় সামরাও ধোতরে, অশ্বিনী চৌবে, রত্তন লাল কাটারিয়া।