Copa America : রক্তাক্ত মেসিই কারিগর, টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্তিনা

কোপা আমেরিকার ফাইনালে পৌঁছল আর্জেন্তিনা। হাড্ডাহাড্ডি সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালেন লিওনেল মেসিরা। স্পট কিক থেকে গোল করতে এবার কোনও ভুল করেননি এলএম টেন। কলম্বিয়ার তিনটি শট বাঁচিয়ে নায়ক হলেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ১৪ বছর পর কোপা আমরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্তিনা লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন ফুটবল প্রেমীরা।

ব্রাসিলিয়ার এই হাই-ভোল্টেজ ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি আক্রমণে শুরুর মিনিট থেকেই টানটান আবহে চলতে থাকে ম্যাচ। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসকে সামনে খেলিয়ে ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। যদিও খানিকটা নিচ থেকে খেলে মার্তিনেজ ও গঞ্জালেসকে বল বাড়ানোর কাজটা করতে থাকেন মেসি। বারবার অবস্থান পরিবর্তন করে কলম্বিয়া ডিফেন্সকে নাজেহাল করতে থাকে নীল-সাদা জার্সির দল।

অন্যদিকে ৪-৪-২ ছকে দল সাজিয়ে আক্রমণত্মক রণনীতিতেই এগোতে থাকে কলম্বিয়া। দুভান জাপাটা ও রাফায়েল রোরেকে সামনে খেলিয়ে লুইজ দিয়াজ, জুয়ান কুয়াদ্রোকে পিছন থেকে খেলা পরিচালনার দায়িত্ব দেন কোচ রেইনাল্দো রুয়েদা। দুই দলের মাঝমাঠের মধ্যে কড়া টক্কর প্রথম থেকেই পরিলক্ষিত হয়। বরং বলের দখল ও পাসিং ফুটবলে আর্জেন্তিনাকে খানিকটা টেক্কাই দেয় কলম্বিয়া। তবে প্রথমার্ধে মূল্যবান গোলটি হাসিল করতে পারেনি তারা।

#CopaAmérica 🏆

Estas fueron las acciones más destacadas del encuentro entre @Argentina y @FCFSeleccionCol por la Semifinal de la CONMEBOL #CopaAmérica

🇦🇷 Argentina 🆚 Colombia 🇨🇴#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/PQAVmSHFSt

— Copa América (@CopaAmerica) July 7, 2021

ম্যাচের সাত মিনিটের মাথাতেই গোল পেয়ে যায় আর্জেন্তিনা। মেসির সাজানো পাস বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ। কোপা আমেরিকার সেমিফাইনালেও প্রথম একাদশে অ্যাঞ্জেলো দি মারিয়া ও সার্জিও আগুয়েরোকে না দেখতে পেয়ে কিছুটা হতাশই হয়েছিলেন ফুটবল প্রেমীরা। তাঁদের অভাব পূরণ করার মরিয়া চেষ্টা করেন গঞ্জালেস, সেলসো, পলরা। প্রথম থেকেই মেসিদের খেলায় সঙ্ঘবদ্ধ আক্রমণের ছক পরিলক্ষিত হয়।

কলম্বিয়ার পাল্টা আক্রমণে আর্জেন্তিনা ডিফেন্সের দুর্বলতাগুলি বারবার প্রকট হয়। একাধিকবার গোল করার মতো জায়গায় পৌঁছে যান দিয়াজ, জাপাটারা। কোনও মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় আর্জেন্তিনা। কিছুটা নেমে খেলতে শুরু করেন মেসিও। সেই সময় বিপক্ষ দলের ফুটবলারের বুটের স্পাইকের খোঁচায় রক্তাক্ত হন লিও। সেই অবস্থাতেই শেষ পর্যন্ত খেলে যান আর্জেন্তাইন অধিনায়ক। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Apparently Leo Messi may be human after all…. #Messi #blood #CopaAmerica2021 #Argentina #Colombia pic.twitter.com/JHPIZBBpnt

— Del Shaffer 🏠 (@delshaffer) July 7, 2021

তবে দ্বিতীয়ার্ধে কলম্বিয়া আক্রমণে আরও চাপ বাড়ালে আর্জেন্তাইন ডিফেন্সের ভুলত্রুটিগুলি বারবার সামনে আসে। তারই এক নিদর্শন পাওয়া যায় ম্যাচের ৬১ মিনিটে। একক প্রচেষ্টায় মেসিদের ডিফেন্সকে ফালাফালা করে জটিল কোণ থেকে গোল করে কলম্বিয়াকে ম্যাচে সমতায় ফেরান লুইস দিয়াজ।

¡SEGUNDO FINALISTA!🇦🇷@Argentina ya está en la final de la CONMEBOL #CopaAmérica y se enfrentará a @CBF_Futebol 🇧🇷 por el título 🏆#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/J1kNOoH2nV

— Copa América (@CopaAmerica) July 7, 2021

এরপর দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। ৬৭ মিনিটে নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে অ্যাঞ্জেল দি মারিয়াকে মাঠে নামানো হয়। এতে নীল-সাদা জার্সিধারী দলের আক্রমণে গতি প্রাপ্ত হয়। বেশ কয়েকবার গোল করার মতো জায়গায় পৌঁছে যায় আর্জেন্তিনা। মেসির শট বারে লেগেও ফিরে আসে। শেষ লগ্নে ডি বক্সের কিছুটা বাইরে বেশ কয়েকটি ফ্রি কিক পেয়েও সেগুলি কাজে লাগাতে পারেননি এলএম টেন। ফলে ১-১ ফলাফলেই শেষ ম্যাচের নির্ধারিত সময়।

অতিরিক্ত সময় না থাকায় সরাসরি টাইব্রেকার শুরু করে দেন রেফারি। আর্জেন্তিনার হয়ে স্পট কিক থেকে গোল করেন লিওনেল মেসি, লিন্দ্রো পারেদেস ও লাউতারো মার্তিনেজ। শট মিস করেন রদরিগো দে পল। অন্যদিকে পাঁচটির মধ্যে দুটি শট গোলে রাখতে সক্ষম হওয়া কলম্বিয়ার ফাইনালে পৌঁছনোর স্বপ্ন এবারও শেষ হয়ে যায়।

More COPA AMERICA News  

Read more about:
English summary
Copa America : Argentina beat Colombia and enters into final