মোদী মন্ত্রিসভায় পরিবর্তনের পরে দায়িত্ব বন্টন, কে কোনও দায়িত্ব পেলেন

মন্ত্রিসভার শপথগ্রহণের পরে মন্ত্রীদের দায়িত্ব বন্টন (Ministerial berth of different ministers)করা হল। মোদী মন্ত্রিসভা রদবদলে (Cabinet reshuffle) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন গঠি মিনিস্ট্রি অফ কো-অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। অসামরিক পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় হাতে।

অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়াও অমিত শাহের হাতে দেওয়া হল নতুন গঠিন মিনিস্ট্রি অফ কো-অপারেশনের দায়িত্ব। এছাড়াও তার হাতে দেওয়া হয়েছে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্ব। এছাড়াও দেওয়া হয়েছে উত্তর পূর্বের দায়িত্বও।

মনসুখ মাণ্ডভিয়া

মনসুখ মাণ্ডভিয়ার হাতে দেওয়া হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব। তার হতে দেওয়া হয়েছে রসায়ন এবং সার মন্ত্রকও।

ধর্মেন্দ্র প্রধান

ধর্মেন্দ্র প্রধানের হাতে দেওয়া হয়েছে শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের দায়িত্ব।

অশ্বিনী বৈষ্ণ

এঁর হাতে দেওয়া হয়েছে রেলমন্ত্রকত এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব।

পীযুষ গোয়েল

পীযুষ গোয়েলের হাতে দেওয়া হয়েছে বস্ত্রমন্ত্রক, উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্ব।

হরদীপ পুরি

হরদীপ পুরির হাতে দেওয়া হয়েছে নগরোন্নয়ন এবং পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব।

স্মৃতি ইরানি

স্মৃতি ইরানির হাতে দেওয়া হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

অসামরিক বিমান পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিদিত্য সিন্ধিয়ার হাতে।

সংঘর্ষ বিরতির মধ্যেই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে মৃত্যু এক জঙ্গিরসংঘর্ষ বিরতির মধ্যেই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে মৃত্যু এক জঙ্গির

More NARENDRA MODI News  

Read more about:
English summary
Ministerial berth of different ministers Modi Cabinet reshuffle in July 2021