উইম্বলডনের ১০ম সেমিফাইনালে জকোভিচ, কোয়ার্টার ফাইনালে সহজ জয়

দশম বারের জন্য উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। হারালেন ইতালির মার্টন ফুকসোভিক্সকে। সেন্টার কোর্টে সার্বিয়ান তারকার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন টেনিস প্রেমীরা।

বুধবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে মার্টন ফুকসোভিক্সের বিরুদ্ধে শেষ আটের মোকাবিলায় মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ম্যাচের প্রথম সেট ৬-৩ ফলাফলে জেতেন জকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান তারকাকে বেগ দিতে পারেন ফুকসোভিক্স। ওই মোকাবিলা ৬-৪ ফলাফলে জেতেন নোভাক। তৃতীয় সেটও ৬-৪ গেমে জয় হাসিল করেন জকোভিচ।

সবমিলিয়ে দশম বারের জন্য উইম্বলডন সেমিফাইনালে পৌঁছনো নোভাক জকোভিচের ঘাসের কোর্টে ১০০তম ম্যাচ জিতলেন। ৪১তম গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছলেন সার্বিয়ান তারকা। ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে আরও দুই ধাপ পেরোতে হবে। জকোভিচের অগ্রগতির দিকে তাকিয়ে থাকবে টেনিস বিশ্ব।

Reaching the final four, in four snaps 📸#Wimbledon | @denis_shapo pic.twitter.com/Sir6hRl6uZ

— Wimbledon (@Wimbledon) July 7, 2021

উইম্বলডনের অন্য কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কারেন কাচানোভের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কানাডার ডেনিস শাপোভালভ। কোর্ট একে হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথম সেট ৬-৪ ফলাফলে জেতেন ডেনিস। দ্বিতীয় সেটে তাঁকে হারতে হয়। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন কাচানোভ। ম্যাচের তৃতীয় সেটেও ৫-৭ ফলাফলে হারের মুখ দেখতে প্রতিযোগিতার ১০ম বাছাই শাপোভালভকে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয় ডেনিসের। শেষ দুটি সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি কানাডার টেনিস তারকা। চতুর্থ সেট ৬-১ ও পঞ্চম সেট ৬-৪ ফলাফলে জিতেছেন শাপোভালভ।

More WIMBLEDON News  

Read more about:
English summary
Novak Djokovic enters into the semi final of Wimbledon 2021