ইউরো কাপের নতুন বল
কোয়ার্টার ফাইনাল পর্ব পর্যন্ত যে বলে ইউরো কাপের ম্যাচগুলি খেলা হয়েছে, সেটি সেমিফাইনাল ও ফাইনালে দেখা যাবে না। কারণ টুর্নামেন্টের শেষ চার ও শেষ দুই দলের মোকাবিলার জন্য নতুন বলের রূপ সামনে এনেছে অ্যাডিডাস। যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাত রংয়ে রঙিন যেখানে ওয়েম্বলি স্টেডিয়ামের নাম লেখা রয়েছে। কারণ টুর্নামেন্টের শেষ তিন মোকাবিলা এ লন্ডনের এই ঐতিহ্যবাহী মাঠেই অনুষ্ঠিত হবে। নতুন এই বলের প্রাথমিক ছবি দেখে নেটিজেনদের মনে হয়েছে এটি সমকামী আন্দোলনের পাশে দাঁড়ানোর আরও এক উদ্যোগ। উল্লেখ্য হাঙ্গেরি সরকারের কড়া সমকামী আইন নিয়ে উত্তপ্ত হয় ইউরো কাপ। রামধনু ব্যান্ড পরে মাঠে নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন জার্মানি ও ইংল্যান্ডের অধিনায়ক যথাক্রমে ম্যানুয়েল নয়ার ও হ্য়ারি কেন। সমকামীদের সমর্থনে নিজের সোশ্যাল মিডিয়ার প্রতীক রামধনু রংয়ে রাঙিয়েছিল উয়েফাও। সেই আবহে ইউরো কাপের চার সেমিফাইনালিস্ট দলের গেমমেকারদের চিনে নেওয়া যাক।
ডেনমার্ক
ইউরো কাপের গ্রুপ বি থেকে নক আউটে ওঠা এই দল রাউন্ড অফ সিক্সটিনে ওয়েলস ও কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। এবার সামনে ইংল্যান্ড। কঠিন এই ম্য়াচের আগে ডেনমার্ককে ভরসা জাগাচ্ছেন ক্যাসপার ডলবার্গ। যিনি চলতি টুর্নামেন্টে দলের হয়ে সবচেয়ে বেশি ৩ গোল করেছেন। এছাড়াও দলে রয়েছেন মিকেল ডামসগার্ড, স্কভ ওলসেনের মতো তরুণ তারকারারা, যাঁরা যে কোনও সময় যে কোনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। উল্লেখ্য এই ডেনমার্কই চলতি ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচ ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। ওই ম্যাচে অসুস্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসন। তা সত্ত্বেও ড্যানিশদের লড়াই নিয়ে উচ্ছ্বসিত ফুটবল মহল।
ইংল্যান্ড
চলতি ইউরো কাপের গ্রুপ এবং নক আউট পর্ব মিলিয়ে এখনও পর্যন্ত অপরাজিত ইংল্যান্ড শেষ ১৬ রাউন্ডে জার্মানিকে হারায়। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছিল গ্যারেথ সাউথগেটের দল। টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩ গোল করা হ্যারি কেন ও রাহিম স্টারলিং দলের প্রধান অস্ত্র। ইউরো কাপের তরুণতম ফুটবলার জুড বেলিংহ্যাম যে কোনও সময় যে কোনও ম্যাচের মোড় ঘুরিয় দেওয়ার ক্ষমতা রাখেন।
ইতালি
চলত ইউরো কাপে এখনও পর্যন্ত সবকটি ম্যাচে জয় হাসিল করা ইতালিকে খেতাব জয়ের অন্যতম দাবিদার ভাবা হচ্ছে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছে আজুরিরা। দলের হয়ে ২টি করে গোল করা কিরো ইম্মোবাইল, লরেঞ্জো ইনসাইন, ম্যানুয়েল লোকাত্তেলি, মাত্তেও পেসিনা ইতালির প্রধান গেমমেকার। জর্জিনিয়ো, নিকোলো বারেল্লার দিকেও আলাদা করে নজর থাকবে ফুটবল প্রেমীদের।
স্পেন
চলতি ইউরো কাপের অন্যতম শক্তিশালী দল স্পেন, ইতালির বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামছে। শেষ ষোলো রাউন্ডের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলের ব্যবধানে হারানো লুইস এনরিকের দলের প্রধান অস্ত্র আলভারো মোরাতা, পাবলো সারাবিয়া ও ফেরান তোরেস। তিন জনই দুটি করে গোল করেছে। দলে জেরার্দ মরেনো, পেদ্রির মতো গতিশীল ফুটবলাররাও রয়েছেন।