শেষ ১১১ দিনে আজই সর্বনিম্ন করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, একনজরে দেশের সংক্রমণ গ্রাফ

১১১ দিন বাদে কার্যত খানিকটা স্বস্তি ফিরল দেশে। ৬ জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণ ৩৫ হাজারের নিচে নেমেছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪,৭০৩ জন। করোনায় শে, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাতেও ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছে।

করোনার পরবর্তী ঢেউ ও পরিসংখ্যান

সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে যে, অগাস্টেই দেশে আছড়ে পড়বে করোনার দ্বিতীয় ঢেউ। আর তা চূড়ান্ত রূপ নিতে চলেছে সেপ্টেম্বরে। তার আগে দেশের একটা বড় অংশের জনগণকে টিকা দিতে বদ্ধপরিকর ভারত। সেই পরিস্থিতিতে এবার দ্বিতীয় ঢেউয়ের পর আজকের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে খানিকটা স্বস্তি ফিরল।

শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান

শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭০৩ জন। প্রসঙ্গত, গত ১১১ দিনের মধ্যে এটাই দেশে সবচেয়ে কম করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের নিচে রয়েছে।

সুস্থতার হার ও মৃতের সংখ্যা

শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এদিকে সুস্থতার হার উর্ধ্বমুখী। সুস্থার হার গিয়ে ঠেকেছে ৯৭.১৭ শতাংশে। যেখানে সাম্প্রতিক গবেষণা বলছে, টিকার কার্যকারিতা ডেল্টা ভাইরাসের ক্ষত্রে ৮ শতাংশ কম রয়েছে, সেই জায়গা থেকে এই পরিসংখ্যান রীতিমতো তাৎপর্যপূর্ণ।

দেশে মোট পরিসংখ্যান

করোনার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,০৬,১৯৯৩২ জন। মোট সুস্থ হয়েছেন, ২৯৭৫২২৯৪ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৪৬৪৩৫৭ জনের দেহে। দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪০৩২৮১ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
India reports 34,703 new cases in the last 24 hours on 6 july 2021 Health Ministry report