করোনার পরবর্তী ঢেউ ও পরিসংখ্যান
সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে যে, অগাস্টেই দেশে আছড়ে পড়বে করোনার দ্বিতীয় ঢেউ। আর তা চূড়ান্ত রূপ নিতে চলেছে সেপ্টেম্বরে। তার আগে দেশের একটা বড় অংশের জনগণকে টিকা দিতে বদ্ধপরিকর ভারত। সেই পরিস্থিতিতে এবার দ্বিতীয় ঢেউয়ের পর আজকের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফে খানিকটা স্বস্তি ফিরল।
শেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যান
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৭০৩ জন। প্রসঙ্গত, গত ১১১ দিনের মধ্যে এটাই দেশে সবচেয়ে কম করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের নিচে রয়েছে।
সুস্থতার হার ও মৃতের সংখ্যা
শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের। এদিকে সুস্থতার হার উর্ধ্বমুখী। সুস্থার হার গিয়ে ঠেকেছে ৯৭.১৭ শতাংশে। যেখানে সাম্প্রতিক গবেষণা বলছে, টিকার কার্যকারিতা ডেল্টা ভাইরাসের ক্ষত্রে ৮ শতাংশ কম রয়েছে, সেই জায়গা থেকে এই পরিসংখ্যান রীতিমতো তাৎপর্যপূর্ণ।
দেশে মোট পরিসংখ্যান
করোনার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,০৬,১৯৯৩২ জন। মোট সুস্থ হয়েছেন, ২৯৭৫২২৯৪ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৪৬৪৩৫৭ জনের দেহে। দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪০৩২৮১ জন।