রণতুঙ্গাকে পাত্তাই দিল না ভারত
বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের ছাড়াই শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন এই যুব দল দ্বীপরাষ্ট্রে কেমন পারফরম্যান্স করে সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। তার আগে এই ভারতীয় দলকে দ্বিতীয় সারি বলে কটাক্ষ করে বিতর্ক তৈরি করেছিলেন কিংবদন্তি অর্জুনা রণতুঙ্গা। তিনি বলেছেন যে এই ঘটনা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্যও লজ্জার। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এ ব্যাপারে প্রশ্ন করা হলেও বিষয়টিকে গুরুত্ব দেননি সূর্যকুমার যাদব। জানিয়েছেন যে টিম ইন্ডিয়া বিষয়টিকে গুরুত্ব দিতে চায় না। দলের প্রতিটি সদস্য নিজেদের ফোকাস ধরে রেখেছেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। এখনও পর্যন্ত সবকিছু পরিকল্পনা মাফিক চলছে বলেও জানিয়েছেন সূর্য। জানিয়েছেন যে তাঁরা শ্রীলঙ্কায় আনন্দ করে সিরিজ খেলে ইতিবাচক ভাবনা নিয়ে দেশে ফিরতে চান।
বল করছেন হার্দিক
দীর্ঘদিন বোলিং এড়িয়ে চলা হার্দিক পান্ডিয়া টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ফের হাত ঘোরাতে চান। এর জন্য তাঁর অনুশীলনও শুরু হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা সফরে গিয়েও নেটে বল করতে দেখা যাচ্ছে এই ভারতীয় অল রাউন্ডারকে। যা গুরুত্বপূর্ণ সংকেত বলে মনে করেন সূর্যকুমার যাদব। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে সূর্যের বক্তব্য, হার্দিকের বোলিং যে কোনও দলের কাছে বাড়তি শক্তি।
নিজের খেলাটা চালিয়ে যেতে চান
২০১৮, ২০১৯ ও ২০২০ সালের আইপিএলে যথাক্রমে ৫১২, ৪২৪ ও ৪৮০ রান করা সূর্যকুমার যাদব এই মুহুর্তে দেশের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন। ভয়ডরহীন ব্যাটিং ও ধারাবাহিক পারফরম্যান্সের সৌজন্যে দেরিতে হলেও ভারতীয় দলে ডাক পান মুম্বইকর। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচেই অর্ধশতরান করেছিলেন সূর্য। একই ধরনের মারমুখী ব্যাটিং তিনি শ্রীলঙ্কাতেও করতে চান বলে তিনি জানিয়েছেন। দলের প্রয়োজনে তাঁকে ব্যাটিং অর্ডারের যেখানেই নামতে হোক না কেন, তিনি আক্রমণাত্মর ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন সূর্য।
দ্রাবিড়ের নেতৃত্বে খেলতে মুখিয়ে রয়েছেন
কিংবদন্তি তথা কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ ম্যাচ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই অভিজ্ঞতা তাঁর কাছে অন্যতম সেরা হতে চলেছে বলে মনে করেন সূর্যকুমার যাদব। যাঁকে আদর্শ মেনে ক্রিকেটার হওয়া সেই 'দ্য ওয়াল' দ্রাবিড়ের কোচিংয়ে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন সূর্য। উল্লেখ্য রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। বর্তমানে ন্যাশনাশ ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদে তিনি নিযুক্ত রয়েছেন।