নর্থইস্ট ইউনাইটেড থেকে এটিকে মোহনবাগানে এলেন আশুতোষ মেহতা। মঙ্গলবার টুইট করে সবুজ-মেরুন শিবিরের তরফে এ কথা জানানো হয়েছে। এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে আপ্লুত হয়েছেন ওই ভারতীয় ডিফেন্ডারও। একই সঙ্গে নিজের পুরনো ক্লাবকে বিদায় সম্ভাষণ জানাতেও ভোলেননি আশুতোষ। সবমিলিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।