পাকিস্তান সমরের আগে একসঙ্গে করোনা আক্রান্ত ইংল্যান্ড দলের ৭ সদস্য, নতুন দল ঘোষণা

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে মোকাবিলায় নামার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ড দলের সাত জন সদস্য। তার মধ্যে তিন জন ক্রিকেটার ও চার জন টিম ম্যানজমেন্টের সদস্য বলে জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত ক্রিকেটারদের নাম নতুন দল ঘোষণার পাশাপাশি নতুন অধিনায়কও নির্বাচন করা হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পরেই করোনা টেস্ট

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। গত ৪ জুলাই ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে দুই দলের মধ্যে শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। বৃষ্টিতে ভেস্তেও গিয়েছিল ওই ম্যাচ। নিয়ম মেনে গত সোমবার অর্থাৎ ৫ জুলাই ওই ইংল্যান্ড ওয়ান ডে দলের প্রতি সদস্যের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। দলের সাত জন সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন ক্রিকেটার এবং চার জন সপোর্ট স্টাফ বলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে।

আইসোলেশনে ক্রিকেটাররা

করোনা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিদের কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও সংক্রমিতদের সংস্পর্শে থাকায় তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে বলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। ফলে তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে আগামী সিরিজে খেলতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

নতুন দল ঘোষণা

করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটারদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানের নাম সেই তালিকায় সামিল হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও ওই দলের সব সদস্যকেই সেলফ আইসোলেশনে পাঠানো হওয়ায় সে ধারণা ভুলও প্রমাণ হতে পারে। তবে ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য নতুন দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বেন স্টোকসকে সেই দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। এক নজরে সেই দল :

বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বেল, ড্যানি ব্রিগস, ব্রিডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, লুইস গ্রেগরি, টম হেম, উইল জ্যাকস, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেইন, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিন্স।

ইংল্যান্ড বনাম পাকিস্তান

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ৮ জুলাই সোফিয়া গার্ডেনে হবে প্রথম ম্যাচ। ১০ এবং ১৩ জুলাই যথাক্রমে লর্ডস ও এজবাস্টনে দুই দলের মধ্যে শেষ দুটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
7 members of England's ODI team have tested positive for COVID-19 before Pakistan clash