দুবছর ধরে বন্ধ ডিএ বৃদ্ধি
করোনা পরিস্থিতিতে বেহাল বিশ্বের অর্থনীতি। যার প্রভাব পড়েছে ভারতেও। আর এর ফলে গত দুবছর ধরে বন্ধ রয়েছে সরকারি কর্মীদের বকেয়া ভাতা। যার ফলে সরকারি কর্মীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। তা কার্যত স্পষ্ট। এই অবস্থায় জুলাই মাস থেকে ডিএ-এর সুবিধা সরকারি কর্মীরা পেতে পারেন বলে গুঞ্জন তৈরি হয়। কিন্তু দেখা যায় সেটি ফেক এবগ ভুয়ো। যা যথেষ্ট আশাহত করে সরকারি কর্মীদের। তবে নতুন করে আশার আলো তৈরি হয়েছে মহার্ঘ ভাতা পাওয়ার ক্ষেত্রে।
এই সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে
এই সপ্তাহে ডিএ নিয়ে সুখবর শুনতে পারেন সরকারি কর্মীরা। খুব শিঘ্র মোদীর মন্ত্রিসভাতে বড়সড় পরিবর্তন হতে পারে। আর তাঁর আগে ক্যাবিনেট মিটিংয়ে সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে বড়সড় সুবিধা মিলতে পারে। জানা যাচ্ছে, আগামীকাল বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠক আছে। সেখানেই ডিএ নিয়ে মোদী সরকার বড়সড় সিদ্ধান্ত নিতে পারে বলে খবর। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে মিলবে সুখবর।
সেপ্টেম্বর থেকে সুবিধা
সেপ্টেম্বর থেকে সরকারি কর্মীদের বাড়তি ডিএ মিলতে পারে। গত কয়েকদিন আগেই অর্থমন্ত্রকের সঙ্গে বৈঠক হয় National Council of Joint Consultative Machinery এবং the department of personnel and training। সেখানে সবপক্ষ বকেয়া ডিএ ঘোষণা করা নিয়ে সহমত হয়। আর এরপরে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। বর্তমানে সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা ২০১৯ সালের ১ লা জুলাই থেকে কার্যকর হয়েছে। এরপর থেকে আর বাড়েনি। কিন্তু সূত্রের খবর, ২৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে সরকারি কর্মীদের। যাতে কয়েকলক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। উপকৃত হবেন পেনশন ভোগীরাও।