রাজ্যে ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের নির্ঘণ্ট প্রকাশ পর্ষদের, কাউন্সেলিং অনলাইনে

মুখ্যমন্রীষক মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ১০ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হল মঙ্গলবার। প্রাথমিক শিক্ষা পর্যদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে নির্ঘণ্ট প্রকাশ করা হবে। সেইমতো নির্ঘণ্ট প্রক্রিয়াকরণের বিজ্ঞপ্তি সরকারিভাবে পর্যদের ওয়েবসাইটে প্রকাশ করা হল।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ জুলাই থেকে ১৭ জুলাই অনলাইনে প্রার্থীরা তাঁদের রোল নম্বর ও জন্মতারিখ দাখিল করে জেলা নির্বাচন করতে পারবেন। প্রার্থীরা নিজেদের মতো জেলা নির্বাচন করতে পারেৃবেন। প্রাইমারিতে এই প্রথমবার অনলাইনে কাউন্সিলিং হবে, তার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।

অনলাইনে হবে কাউন্সেলিং। তারপর জেলা অনুযায়ী প্যানেল তৈরি করে সংশ্লিষ্ট জেলার ডিপিএসসি থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পুজোর আগে রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ২৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। কোনও লবি নয়, সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ করা হবে।

সম্পূর্ণ মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দেয় মমতার সরকার। সেিমতো প্রাথমিক শিক্ষা পর্যদ তৎপরতা শুরু করে। রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজদার ৫০০ শিক্ষক নিয়োগের কাজ শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০ হাজার ৫০০ শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ হবে কোভিড বিধি মেনেই।

More TEACHER News  

Read more about:
English summary
Primary Council reveals notification for counseling of teacher appointment in West Bengal.
Story first published: Tuesday, July 6, 2021, 22:50 [IST]