|
শীর্ষে মিতালি রাজ
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুর্দান্ত ব্যাটিং করা মিতালি রাজ আরও একবার আইসিসি ক্রমতালিকার শীর্ষ স্থানে পৌঁছলেন। ৭৬২ রেটিং নিয়ে এই জায়গায় এসে পৌঁছেছেন কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার লিজেলে লি-র রেটিং ৭৫৮। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার আলিসা হিলির রেটিং ৭৫৬। ভারতীয় মহিলা ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দশে জায়গা করে নিয়েছেন স্মৃতি মান্ধানা। ৭০১ রেটিং নিয়ে তিনি নবম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে ওয়ান ডে ক্রমতালিকায় মহিলা বোলারদের মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছেন ভারতের ঝুলন গোস্বামী। নবম স্থানে অবস্থান করছেন পুনম যাদব। তালিকার শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার জেস জনসন। অল রাউন্ডারদের ক্রমতালিকায় ভারতের থেকে জায়গা পেয়েছেন দীপ্তি শর্মা।
বুড়ো হাড়ে ভেল্কি
৩৮ বছরের মিতালি রাজের মধ্যে যে এখনও কত ক্রিকেট বাকি রয়েছে, তা তিনি ইংল্যান্ড সফরে প্রমাণ করেছেন। হোম টিমের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে-তেই তিনি অর্ধশতরান করেছেন। ম্যাচে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ড্রেসিং রুমে ফিরছেন মহিলা ক্রিকেটের সচিন। সেই পারফরম্যান্সের জেরেই ২২ বছরের ক্রিকেট কেরিয়ারে অষ্টম বারের জন্য আইসিসি ওয়ান ডে ক্রমতালিকার শীর্ষে পৌঁছলেন মিতালি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষবার আইসিস ওয়ান ডে ক্রমতালিকার শীর্ষে পৌঁছেছিলেন কিংবদন্তি।
সর্বাধিক রান সংগ্রাহক মিতালি
ইংল্যান্ড সফরেই মহিলা ক্রিকেটে সর্বাধিক আন্তর্জাতিক রানের মালিকও হয়েছেন মিতালি রাজ। দেশের হয়ে এখনও পর্যন্ত ১১টি টেস্ট, ২১৭টি ওয়ান ডে ও ৮৯টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ৬৬৯, ৭৩০৪ ও ২৩৬৪ রান করেছেন ৩৮ বছরের মহিলা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে মিতালির আটটি শতরানও রয়েছে।
|
টস প্র্যাকটিস করে মাঠে নেমেছিলেন মিতালি
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেপই মাটিতে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে যায় ভারতের মহিলা ক্রিকেট দল। ওই দুই ম্যাচে টসেও হেরে যান অধিনায়ক মিতালি রাজ। সবমিলিয়ে টানা ৬টি ম্যাচে টসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে-র সম্মুখীন হন টিম ইন্ডিয়া মহিলার অধিনায়ক। তবে এই ম্যাচে তিনি টস জিততে মরিয়া ছিলেন। তাই মাঠে নামার আগে তিনি ড্রেসিং রুমে টস প্র্যাকটিস করেন। নিজে সফল না হলে সতীর্থদের দিয়েও একই কাজ করান কিংবদন্তি ব্যাটসম্যান। ঝুলন গোস্বামী এবং প্রিয়া পুনিয়ার টস জয়ের শতকরা হার বাকিদের থেকে বেশি ছিল। তাঁদের নিয়ে টস করতে যেতে চেয়েছিলেন মিতালি। যদিও সেদিন তেমন কিছু ঘটেনি। নিজেই টস জিতে এবং ম্যাচ জিতিয়ে তিনি ভারতের মাথা উঁচু করেন। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিও ভাইরাল হয়েছে।