ডিলিমিটেশনে সহযোগিতা নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও কাশ্মীর নিয়ে সিদ্ধান্তে অনড় পিডিপি

কাশ্মীর নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি। কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়ায় সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন পিডিপি নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য গতমাসেই কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন কাশ্মীরের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে অংশ নিয়েছিলেন মেহেবুবা মুফতিও।

ডিলিমিটেশনে সহযোগিতা নয়

কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়ায় সহযোগিতা করবে না পিডিপি। পার্টির সাধারণ সম্পাদক গুলাম নবি লোনে হাঞ্জুরা জম্মু কাশ্মীরের সিইওকে চিঠি লিখে জানিয়েছেন তাঁরা এটা নিয়ে কোনও ভাবে সহযোগিতা করবেন না। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়া কোনও রকমভাবে অংশ নেবে না পিডিপি। তাঁদের অভিযোগ পুরোটাই মোদী সরকারের পূর্ব পরিকল্পিত। ডিলিমিটেশন প্রক্রিয়ায় ফের ভূস্বর্গের স্বার্থে আঘাত হানতা পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সর্বদল বৈঠক

ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে গত ২৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে ন্যশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা থেকে শুরু করে গুলাম নবি আজাদ এবং পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিও। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের মানুষের উন্নয়নে ডিলিমিটেশনে সহযোগিতার কথা বলেছিলেন সব রাজনৈতিক দলগুলিকে।

ডিলিমিটেশনে সহযোগিতা নয়

তারপরেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিডিপি। কোনও ভাবেই কাশ্মীরের ডিলিমিটেশন প্রক্রিয়ায় তাঁরা সহযোগিতা করবেন না এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন মেহেবুবা মুফতি। ইতিমধ্যেই ডিলিমিটেশনের জন্য প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন সেখানে। ডিলিমিটেশন কমিশনের নেতৃত্বে রয়েছে প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। তারপরেই তাঁরা রাজনৈতিক দল গুলির সঙ্গে আলোচনায় বসার আগেই এই পিডিপি চিঠি লিখে তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

কাশ্মীরকে রাজ্যের অধিকার দিতে হবে

কাশ্মীরকে নিজের অধিকার ফিরিয়ে দিেত হবে। পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে এই দাবিতে অনড় পিডিপি নেত্রী। যতদিন না কাশ্মীরের অধিকার ফিরে পাচ্ছে ততদিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন মেহেবুবা মুফতি। কাশ্মীরকে ৩৭০ ধারা ফিরিয়ে দিতে হবে বলে দাবি জানিয়েছেন মুফতি।

More KASHMIR News  

Read more about:
English summary
PDP will not participate Kashmir delimitation process says Mahabooba Mufti