ব্রিগেড নয় রাজ্যবাসীর স্বার্থে এবারও ২১ জুলাই নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটের বিপুল সাফল্যের পর ২১ জুলাই বড় করে উদযাপনের কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু করোনার কোপে এবারও ভার্চুয়াল হবে ২১ জুলাই। টুইট করে তৃণমূল কংগ্রেস নেত্রী জানিয়েছেন এবারও ২১ জুলাই হবে ভার্চুয়াল। তিনি দলের কর্মীদের বার্তা দেবেন ভার্চুয়ালি।

একুশের ভোটে বিপুল

একুশের ভোটে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। ২০০-র বেশি আসনে জয় তৃণমূল কংগ্রেসের। গতবারের সাফল্য ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ১০০ পেরোতে পারেনি। বিপুল ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ জুলাই বিজয় দিবস

ভোেটর জয়ের পর করোনার কারণে বিজয় দিবস উদযাপন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেসময় তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন ২১ জুলাই বিজয় দিবস উদযাপন করা হবে ব্রিগেড ময়দানে। বাইরে থেকে নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। তাই দলের কর্মী সমর্থকদের সেসময় সংযত থাকার বার্তা দিয়েছিলেন তিনি।

বাংলায় এবার 'খেলা হবে দিবস', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শীঘ্রই তারিখ ঘোষণাবাংলায় এবার 'খেলা হবে দিবস', বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর! শীঘ্রই তারিখ ঘোষণা

ভার্চুয়াল উদযাপন

এবারও ২১ জুলাই ভার্চুয়াল উদযাপন করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২১ জুলাই ভার্চুয়াল ভাষণ দেবেন তিনি। ভার্চুয়াল বার্তা দেবেন দলীয় কর্মীদের। টুইট করে সেকথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় শহিদ দিবসে ভাষণ দেবেন তিনি।

করোনার কাঁটা শহিদ দিবসে

গতবারও করোনার কারণে শহিদ দিবস ভার্চুয়াল পালন করতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। গতবারও ভার্চুয়াল ভাষণ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজ্যের সব তৃণমূল পার্টি অফিসে ডায়ান্ট স্ত্রিন লাগিয়ে সেই ভাষণ শোনানো হয়েছিল। ২১-র ভোেটর আগে সেটা ছিল শেষ ২১ জুলাই বা শহিদ দিবস উদযাপন।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee announce that she will adress virtualy on 21 July no celebration at Brigade