মুকুল রায়ের স্ত্রীর মৃত্যুতে রাজনীতি ভুলছেন বিজেপি সাংসদ। ওয়ানইন্ডিয়া বাংলা-কে জানালেন সৌমিত্র খাঁ বলেন, ' ওঁর মৃত্যুতে আমি মর্মাহত, শুভ্রাংশুকে শক্ত হতে হবে।'
সম্প্রতি রাজনৈতিক কারণে সম্পর্ক তিক্ত হলেও একসময়ে মুকুল রায়ের খুবই ঘনিষ্ট ছিলেন বিজেপির যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে সৌমিত্র খাঁকে ফোন করা হলে তিনি বলেন, ' আমি অনেকবার মুকুলদার বাড়ি গিয়েছি৷ এখানেও দিল্লিতেও। কাকিমা ( মুকুলরায়ের স্ত্রীকে কাকিমা ডাকতেন সৌমিত্র) নিজের ছেলের মতো ভালোবাসতেন৷ ওদের আজ শোকের সময়৷ সব কিছুতে রাজনীতি দেখলে চলে না৷ আমি ঈশ্বরের কাছে চাইবো ওদের শক্তি দিন এই শোক সহ্য করার৷'
২রা মের পর মুকুল রায় বিজেপি ছাড়েন৷ তারপর মুকুলকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করতেও ছাড়েননি সৌমিত্র৷ তবে মুখে সৌমিত্র যাই বলুন না কেন তাঁর সঙ্গে মুকুল রায়ের সুসম্পর্ক সর্বজন বিদিত। সৌমিত্র একপ্রকার গুরুই মানেন মুকুল রায়কে। তাঁর হাত ধরেই বিজেপিতে এসেছিলেন সৌমিত্র খাঁ। মুকুল রায়ের এই দুঃখের সময়ে সৌমিত্রবাুর কাছ থেকে কি কোনও ফোন গিয়েছে? এই প্রশ্নের উত্তরে সোজাসুজি সৌমিত্র বলেন, 'হ্যাঁ মুকুলদাকে ফোন করেছিলাম৷ কথা হয়েছে৷ ওঁর চাপ অনেক বেড়ে গেল৷ এসব সময় শান্তনা দেওয়া ছাড়া তো আর কিছু করার থাকে না!'
আপনি কী তাহলে মুকুল রায়ের বাড়িতে যাবেন? প্রশ্নের উত্তরে ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌমিত্র বলেন, 'নিশ্চয় যাবো। সব জিনিসে রাজনীতি দেখলে হয় না।'