দ্বিতীয় ওয়েভের তীব্রতা থেকে খুবই ধীরগতিতে সুস্থ হয়ে উঠছে এই দুই রাজ্য, উদ্বিগ্ন কেন্দ্র

মারণ করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণের তীব্রতা থেকে খুবই ধীরগতিতে সুস্থ হয়ে উঠছে কেরল ও মহারাষ্ট্র। যা ভারতকে চিন্তায় ফেলেছে। এমনিতেই অগাস্টেই তৃতীয় করোনা ওয়েভ আসার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছেন গবেষকরা।


কেরল ও মহারাষ্ট্র উদ্বেগের সৃষ্টি করেছে

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সপ্তাহ শেষে রবিবার ভারতে নতুন সংক্রমণ ১১ শতাংশ হ্রাস পায়। কিন্তু কেরলে করোনা কেস ৭ শতাংশ বাড়ে এবং মহারাষ্ট্রে ৪ শতাংশ হ্রাস পেয়েছে করোনা কেস। এই একসপ্তাহে উভয় রাজ্য মিলিয়ে দেশের সমস্ত নতুন কেসের ৪৮ শতাংশ বহন করেছে এবং যৌথভাবে করোনা কেসের সংখ্যা ছিল দেড় লক্ষ।

অগাস্টে আসতে পারে তৃতীয় ওয়েভ

দেশে করোনার দ্বিতীয় ওয়েভ বিদায় নেওয়ার আগেই সোমবার এক রিপোর্টে জানানো হয়েছে যে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি করা তৃতীয় ওয়েভ ভারতে অগাস্টের মাঝামাঝি সময়ে দেশে আছড়ে পড়তে পারে, সেপ্টেম্বরে কেসগুলি শিখরে পৌঁছাবে। ‘‌কোভিড-১৯:‌ দ্য রেস ফিনিশিং লাইন'‌ শিরোনামের এই রিপোর্ট প্রকাশ করে এসবিআই গবেষণা, তারা জানিয়েছে যে টিকাকরণই একমাত্র রক্ষা কবচ হয়ে উঠতে পারে, বিশ্বজুড়ে তথ্য জানাচ্ছে যে দ্বিতীয় করোনার ওয়েভের তুলনায় তৃতীয় ওয়েভ ১.‌৭ গুণ বেশি শিখরে পৌঁছাবে। এর আগেও এসবিআই কম-বেশি অনুমান করে জানিয়েছিল যে ভারতে দ্বিতীয় ওয়েভ মে মাসের তৃতীয় সপ্তাহে শিখরে পৌঁছাবে।

টিকাকরণে অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে ভারত

টিকাকরণের ক্ষেত্রে দেশের মাত্র ৪.‌৬ শতাংশ নাগরিক সম্পূর্ণ টিকা পেয়েছেন এবং ২০.‌৮ শতাংশ নাগরিক প্রথম ডোজ নিয়েছেন। যা অন্যান্য দেশের টিকাকরণের চেয়ে অনেকটাই কম। মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭.‌১ শতাংশ, ব্রিটেনে ৪৮.‌৭ শতাংশ, ইজরায়েলে ৫৯.‌৮ শতাংশ, স্পেনে ৩৮.‌৫ শতাংশ ও ফ্রান্সে ৩১.‌২ শতাংশ টিকাকরণ হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রুপের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা সৌম্য কান্তি ঘোষ রিপোর্টে বলেছেন, ‘‌ভারতে গত ৭ মে দ্বিতীয় ওয়েভ শিখরে পৌঁছেছিল এবং বর্তমান তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এই দেশে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে দশ হাজারের মতো করোনা কেস দেখা দেবে।' তিনি এর সঙ্গে এও বলেন, ‘‌তবে ঐতিহাসিক প্রবণতার ওপর ভিত্তি করে কমপক্ষে একমাস পর থেকে করোনা কেসের শিখর ২১ অগাস্টের দ্বিতীয় পক্ষ থেকে বৃদ্ধি পেতে শুরু করবে।'

দেশ থেকে যায়নি দ্বিতীয় ওয়েভ

গত সপ্তাহ থেকে বর্তমান করোনা কেসগুলি ৪৫ হাজারের আশেপাশে রয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে মারাত্মক দ্বিতীয় ওয়েভ দেশ থেকে এখনও শেষ হয়নি এবং এটা এখনও অনেকদিন ধরে চলবে। ঘোষ বলেন, ‘‌প্রথম ওয়েভে কেসগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল‌, কিন্তু দ্বিতীয় ওয়েভে প্রতিদিনের ক্ষেত্রে কোনও অর্থবহ হ্রাস হওয়ার আগে ২১ দিনের জন্য প্রায় ৪৫ হাজার কেস রয়েছে।'‌ এরই মধ্যে ১২টি রাজ্য থেকে ডেল্টা প্লাস ভ্যারিয়ান্টের ৫১টি কেস সনাক্ত হয়েছে। তবে নতুন করোনা কেসগুলির ক্ষেত্রে শীর্ষে রয়েছে ১৫টি জেলা, যার মধ্যে অধিকাংশ শহরে অঞ্চল, জুনে ফের করোনা কেস এই জায়গাগুলিতে বেড়েছে। তবে স্বস্তির বিষয় এই অঞ্চলগুলিতে তিনমাস ধরে মৃত্যুর হার স্থির রয়েছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Kerala and Maharashtra recover slowly from second-wave intensity of Covid-19