করোনায় উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, দৈনিক সংক্রমণে টেক্কা উত্তর ২৪ পরগনাকে

করোনায় উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা। রাঢ়বঙ্গের এই জেলার দৈনিক সংক্রমণ এখন রাজ্যের মধ্যে সর্বোচ্চ। উত্তর ২৪ পরগনাকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে এই জেলা। বিগত ২৪ ঘণ্টায় একমাত্র পশ্চিম মেদিনীপুরের করোনার সংক্রমণই ১০০-র উপরে। বাকি সব জেলায় অর্থাৎ ২২টি জেলায় ১০০-র নিচে সংক্রমিতের সংখ্যা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমে গিয়েছে। বাংলায় ৯৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনাকে টপকে করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে পশ্চিম মেদিনীপুর।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৮৭১৭। এদিন কলকাতায় ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০২৪৪২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৬৮৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯২ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫১২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১০৩৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৮৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৯৩১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৪৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮০৪৭৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ২২ জন, কোচবিহারে ৬২ জন, দার্জিলিংয়ে ৯২ জন, কালিম্পংয়ে ১৯ জন, জলপাইগুড়িতে ৫৬ জন, উত্তর দিনাজপুরে ২৫ জন, দক্ষিণ দিনাজপুরে ২২ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ৪২ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ৩ জন, বাঁকুড়ায় ২৮ জন, ঝাড়গ্রামে ২৮ জন, পশ্চিম মেদিনীপুরে ১৩৪ জন, পূর্ব মেদিনীপুরে ৭২ জন, পূর্ব বর্ধমানে ২৫ জন, পশ্চিম বর্ধমানে ১৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল, স্বস্তি সক্রিয়ের সংখ্যায়বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল, স্বস্তি সক্রিয়ের সংখ্যায়

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus infection of West Midnapur is highest, crosses North 24 Pargana