কেন RSS প্রধানকেই আক্রমণ করছে বঙ্গের হিন্দুত্ববাদীরা?
সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগতব সংবাদমাধ্যমে বলেন, যারা মুসলিমদের দেশ থেকে তাড়াতে চায় তারা হিন্দু হতে পারে না৷ ভারতে হিন্দু-মুসলিমদের ডিএনএ এক। আরএসএস সরসংঘচালকের এই বক্তব্য সামনে আসার পশ্চিমবঙ্গে তথাকথিত বিজেপি সমর্থকদের অনেকেই এই বক্তব্যের প্রচন্ড বিরোধিতা করেছেন। ফেসবুক টুইটারে মোহন ভাগবতকে নিয়ে তৈরি হয়েছে একাধিক ট্রোল, মিম। এবং সরাসরি মোহন ভাগবতের বক্তব্যের বিরোদিতা করে পোস্ট করেছেন অনেকে। এ নিয়ে কী ভাবছে পশ্চিমবঙ্গ আরএসএস?
কী বলছে বাংলার আরএসএস?
পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক শীর্ষ নেতা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যারা এই ধরণের পোস্ট করছেন তারা কেউ স্বয়ংসেবক নন৷ মোহন ভাগবতজী ভারতের হৃদয়ের কথা বলেছেন৷ একদমই ঠিক কথা বলেছেন৷ ১৪০০ খ্রীষ্টাব্দের আগে ভারতে মুসলমান ছিল না। যারা তারপর মুসলমান হয়েছেন তাদেরও জোর করে ধর্মান্তকরণ করা হয়েছে৷ তাই এখন ওদের উপাস্য আলাদা হলেও ওঁরাও হিন্দু৷ এ নিয়ে কোনও রাজনীতি না করায় ভালো।
কী বলছে হিন্দুত্ববাদী নেটিজেন?
মোহন ভাগবতের এই বক্তব্য সামনে আসার পর থেকেই RSS এর দিকে তোপ দেগেছেন ফেসবুকে জনপ্রিয় কিছু হিন্দুত্ববাদী মুখ। মোহন ভাগতবজীকে আক্রমণ করপ তৈরি হয়েছে মিম। যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের মুখে মোহন ভাগবতের ছবি বসিয়ে লেখা হয়েছে, 'হে অর্জুন কৌরব-পান্ডবদের ডিএনএ এক৷ তাই ওদের সঙ্গে যুদ্ধ কোরোনা।' এইসব মিম পোস্টকে খুব একটা পাত্তা দিতে নারাজ বঙ্গ-RSS