২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে কোন কোন আইসিসি ইভেন্ট
২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ২০২৪ সাল থেকে আইসিসি-র নতুন টুর্নামেন্ট চক্র শুরু হবে। ২০৩১ সাল অর্থাৎ আট বছরের মধ্যে আটটি আন্তর্জাতিক মানের ওয়ান ডে ও টি২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। যার মধ্যে দুটি ৫০ ওভারের বিশ্বকাপ (২০২৭, ২০৩১), চারটি টি২০ বিশ্বকাপ ও দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা।
আয়োজক নির্বাচনের প্রক্রিয়া শুরু
২০২৪-২০৩১ চক্রের আটটি বড় ইভেন্ট আয়োজক হওয়ার জন্য বিশ্বের সব ক্রিকেট খেলিয়ে দেশের কাছে প্রাথমিক ইচ্ছার ভিত্তিতে আবেদন জমা দিতে বলেছিল আইসিসি। তাতে বিসিসিআইয়ের নাম রয়েছে বলে জানানো হয়েছে। ভারত ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ আরও ১৬টি দেশের নাম এই প্রতিযোগিতায় যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। এই প্রক্রিয়ায় ক্রিকেটের আঙিনায় নতুন দেশও নাম লিখিয়েছে বলে জানা গিয়েছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ছাড়াও এই তালিকায় রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, মালেশিয়া, নামিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরশাহী, জিম্বাবোয়ে এবং আমেরিকা।
আইসিসি-র প্রতিক্রিয়া
ক্রিকেট বিশ্বের রথী-মহারথীরা ছাড়াও তুলনামূলক শৈশবকালে বিচরণ করা দেশগুলিও আন্তর্জাতিক ইভেন্টগুলি আয়োজন করার আগ্রহ প্রকাশ করায় আপ্লুত হয়েছে আইসিসি। সংস্থার কার্যনির্বাহী চিফ এগজেকিউটিভ জিওফ আলারডাইসের কথায়, বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির প্রমাণ পাওয়া যাচ্ছে। ক্রিকেটের সঙ্গে জুড়ে রয়েছে কোটি কোটি ফ্যানের আবেগ। যেখানে আইসিসি-র ইভেন্টগুলি হয়েছে সেই দেশ কিংবা শহর প্রভূত বিত্তের অধিকারী হয়েছে বলেও জানিয়েছেন জিওফ। সেটাও টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আকর্ষণের বিষয় হতে পারে বলে মনে করছে আইসিসি।
কোন টুর্নামেন্টের জন্য বিড করতে পারে বিসিসিআই
ভারতে না হলেও চলতি বছরের টি২০ বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে রয়েছে বিসিসিআই। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপও ভারতে হওয়ার কথা। অর্থাৎ ২০২৪ থেকে ২০৩১ বা আট বছরের চক্রে ভারতে উপরোক্ত দুই টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা কম। ফলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য ঝাঁপাতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ। উল্লেখ্য ২০১৭ সালের পর থেকে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতা আর অনুষ্ঠিত হয়নি।