১৮৯ জন আমলা সহ কন্ট্রাক্টরের নাম এফআইআর-এ, যোগীরাজ্যে ১৪৩৭ কোটির প্রজেক্ট নিয়ে কোমর কষল সিবিআই

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২ সালে। তার আগে অখিলেশ যাদবের মুখ্যমন্ত্রী থাকার সময় শুরু হওয়া গোমতী নদী প্রজেক্টের তদন্তে কোমর কষতে শুরু করে দিল সিবিআই। ১৪৩৭ কোটি টাকার প্রজেক্ট দুর্নীতির অভিযোগের ঘটনায় এপর্যন্ত উত্তরপ্রদেশের ১৮৯ জন সরকারি আমলা থেকে কন্ট্রাক্টরদের নাম এসেছে সিবিআইয়ের তালিকায়।

এই দুর্নীতি মামলার এফআইআর প্রশাসনের হাতে পড়তেই সিবিআই তদন্ত শুরু করেছে। সারা দেশের ৪২ টি এলাকায় চসেছে তল্লাশি। ১৩ টি রাজ্যে গিয়েছে সিবিআইয়ের টিম। তারা বাংলাতেও পা রেখেছে। রাজস্থানের আলোয়ার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের দল। এদিকে, জানা গিয়েছে এর আগে যে এফাইআর হয়েছে তাতে ১০৩১ কোটি টাকার মামলার ঘটনা সামনে এসেছে। বর্তমানের দ্বিতীয় এফআইআরএ ১৬ জন এমন ব্যক্তির নাম এসেছে যেখানে চিফ ইঞ্জিনিয়ারদের নামও প্রকাশ্যে আসতে শুরু করেছে। সন্দেহে রয়েছেন ১৭৩ জন কন্ট্রাক্টর। প্রসঙ্গত, টেন্ডারের ৩০ টি নোটিস সিবিআইয়ের নজরে রয়েছে বলে জানা গিয়েছে। মূলত এই ৩০ টি টেন্ডারের নোটিসের মধ্যে ৫ টি সংবাদপত্রে জানানো হয়। বাকি ২৫ টি ভুয়ো বলে জানা গিয়েছে। এমনই অভিযোগ রয়েছে।

সরকারি আমলা সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে, তা কতদিন , কতক্ষণ পর্যন্ত চলবে তা জানা নেই কারোর। প্রসঙ্গত, এই তল্লাশি মূলত, এই প্রজেক্টের দ্বিতীয় এফআইআর ঘিরে তৈরি হয়েছে। এদিকে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ২৭ টি ওয়ার্ক অর্ডারের মধ্যে এই প্রজেক্টে প্রতিটি অর্জার ১ লাখ টাকা মূল্যের রয়েছে। এই অর্ডারে বিদেশের নামী ফোয়ারা সহ বিভিন্ন বিষয় রয়ে গিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া ১ লাখের ওয়ার্ক অর্ডার দেওয়া হয় না। ফলে এই ঘটনা ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

More UTTAR PRADESH News  

Read more about:
English summary
CBI registers second FIR on Gomti River Front project