সহজেই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, জয়ী বেরেত্তিনি-শাপোভালভ

সহজ জয়ের মাধ্যমে চলতি উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে স্ট্রেট সেটে জয় হাসিল করেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। উইম্বলডনের অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। শেষ আটে পৌঁছেছেন কনাডার ডেনিস শাপোভালভ।

More WIMBLEDON News  

Read more about:
English summary
Novak Djokovic reaches to the quarter final of Wimbledon easily
Story first published: Monday, July 5, 2021, 20:16 [IST]