উত্তর ও দক্ষিণ অক্ষরেখার উপস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার হয়ে উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণে উপকূল ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর দক্ষিণ অক্ষরেখার কারণে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন কয়েকে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৩ (২৪.৯)
বালুরঘাট ২৭.৮ (২৬.৮)
বাঁকুড়া ২৭ (২৫.৬)
ব্যারাকপুর ২৭ (২৭)
বহরমপুর ২৪.৮ (২৪.৬)
বর্ধমান ২৫.২ (২৪.৮)
ক্যানিং ২৬.৪ (২৬)
কোচবিহার ২৪.৭ (২৪)
দার্জিলিং ১৬ (১৫)
দিঘা ২৬.৮ (২৭.৯)
কলকাতা ২৭.৫ (২৭.৫)
মালদহ ২৬.৬ (২৬.৭)
পানাগড় ২৭.৮ (২৬.১)
পুরুলিয়া ২৪.১ (২৪.১)
শিলিগুড়ি ২৫.২ (২৫.৩)
শ্রীনিকেতন ২৬.৪ (২৩.৪)
ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, সিতিম, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী দিন পাঁচেক বিস্তীর্ণ এলাকায় জুড়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ৭ ও ৮ জুলাই বিহারে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।