উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করলেন আরব কন্যা ওনস জাবির। একই সঙ্গে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছে নতুন নজির স্থাপন করলেন তিউনিসিয়ার টেনিস তারকা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন শীর্ষ বাছাই অ্যাশলেইঘ বার্টি। শেষ ১৬-র লড়াইয়ে দাপুটে জয় হাসিল করেছেন আরিনা সাবালেঙ্কা।
সোমবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের দুই নম্বর কোর্টে উইম্বলডনের সপ্তম বাছাই পোল্যান্ডের ইগা সুইয়াটেকের বিরুদ্ধে শেষ ১৬ রাউন্ডের মোকাবিলায় নেমেছিলেন ওনস জাবির। ম্যাচের প্রথম সেট ৫-৭ ফলাফলে হেরে যান তিউনিসিয়ার তারকা। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান জাবির। ম্যাচের শেষ দুটি সেট ৬-১, ৬-১ ফলাফলে জিতে দুর্ধর্ষ সুইয়াটেককে কার্যত উড়িয়ে দেন আরব কন্যা।
২০২০ সালের অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে আগেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন জাবির। যদিও এরপর তিনি আর এগোতে পারেননি। এবার উইম্বলডনের শেষ আটে পৌঁছে ইতিহাসের নতুন অধ্যায় লিখলেন তিউনিসিয়ার টেনিস তারকা। প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছতে পারলে এক নতুন যুগের সূচনা করবেন ওই আরব কন্যা। যদিও কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার মুখোমুখি হতে হবে জাবিরকে। ফলে লড়াই যে আরও কঠিন হবে, তা বলার অপেক্ষা রাখে না। টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালে সহজ জয় হাসিল করেছেন চেকের কারোলিনা প্লিসকোভা।
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের এলিনা রিবাকিনার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন বেলারুশের সাবালেঙ্কা। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের তিন নম্বর কোর্টে হওয়া এই মোকবিলা ৬-৩, ৪-৬, ৬-৩ ফলাফলে জেতেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। সদ্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হওয়া চেকের বারবোরা ক্রেজসিকোভার বিরুদ্ধে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল মোকাবিলায় নেমেছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশলেইঘ বার্টি। যে ম্যাচের ফলাফল খুব সহজেই নির্ধারিত হয়। ক্রেজসিকোভাকে ৭-৫, ৬-৩ ফলাফলে হারিয়ে দেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা।