মিড উইম্বলডন অফ
সাম্প্রতিককালে এমন দৃষ্টান্ত দেখা যায়নি। শেষ ১৬ রাউন্ডের মোকাবিলা শুরুর আগে রবিবার উইম্বলডনে অংশ নেওয়া টেনিস তারকাদের ছুটি দেওয়া হয়। এই ঘটনা নজিরবিহীন বলে জানালেন রজার ফেডেরার নিজে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তা তিনি জানেন না বলেও জানিয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী। কোভিড ১৯-এর প্রোটোকল মেনেই অল ইংল্যান্ড টেনিস ক্লাবের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।
|
কী করলেন ফেডেরার
আজ সেন্টার কোর্টে লোরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে শেষ ১৬ রাউন্ডের ম্যাচে খেলতে নামছেন রজার ফেডেরারকে। তার আগে হালকা মেজাজেই ফ্যানদের সামনে ধরা দিয়েছেন কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় সেলফি মোডে নিজের একটি ভিডিও পোস্ট করেছেন ফেডেরার। যেখানে তাঁকে রবিবারের দুপুরে ফাঁকা অল ইংল্যান্ড ক্লাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সেন্টার কোর্টকে পিছনে রেখে আবরণে ঢাকা ঘাসের কোর্টে কী হচ্ছে, তা সুইস তারকাকে পর্যবেক্ষণ করতেও দেখা গিয়েছে।
ঘাসের কোর্ট অসাধারণ
নিজের কেরিয়ারের ২০টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আটটিঅল ইংল্যান্ড টেনিস ক্লাবের ঘাসের কোর্ট থেকে হাসিল করেছেন রজার ফেডেরার। তাই এই স্থানের মাহাত্ম্য যে তাঁর কাছে অন্যরকম, তা মেনে নিয়েছেন সুইস কিংবদন্তি। নান্দনিকতার দিক থেকেও এই স্থান অসাধারণ বলে জানিয়েছেন রজার ফেডেরার।
ছন্দে ফেডেরার
উইম্বলডনের তৃতীয় রাউন্ডে দাপুটে জয় হাসিল করেছেন রজার ফেডেরার। ক্যামেরন নোরিকে ৬-৪, ৬-৪, ৫-৭ ও ৬-৪ ফলাফলে হারান সুইস কিংবদন্তি। আজ শেষ ১৬ রাউন্ডের ম্যাচে ইতালির লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে খেলতে নামবেন রজার। ভারতীয় সময় রাত সোয়া ৯টা থেকে শুরু হবে ম্যাচ।