মানবিকতার নয়া নজির, টিকার জন্য বৃদ্ধকে কাঁধে চাপিয়ে দুর্গম পাহাড়ি পথ পাড়ি পুলিশের! ভাইরাল ভিডিও

কয়েকদিন আগেই দীর্ঘ পাহাড়ি পথ ট্রেক করে দূর্গম আদমা পাহাড়ের পারে ভুটান সীমান্তে থাকা জনজাতির কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দিয়েছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার। যে ঘটনা সাড়া ফেলেছিল সাড়া রাজ্যে। ভাইরাল হয়েছিল ভিডিও এবার কার্যত খানিক একইরকম ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল জম্মু-কাশ্মীরে।

মানবিকতার নতুন নজির গড়লেন মোহন সিং

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রেসি জেলার মোহন সিং নামে এক পুলিশকর্মী তার রোজকার কাজের বাইরে বেরিয়েও মানবিকতার ছাপ রেথে সাড়া ফেলেছেন গোটা উপত্যকায়। করোনা টিকাকরণের জন্য পাশে দাঁড়িয়েছেন এক দুস্থ বৃদ্ধের। আব্দুল গানি নামে ওই বৃদ্ধকে কাঁধে চাপিয়েই দুর্গম পাহাড়ি পথ ডিঙিয়ে নিয়ে গিয়েছেন নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে। তাদের ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি প্রথম পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং

সম্প্রতি এই ভিডিওটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। সেখানেই তিনি মোহন সিংয়ের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। কীভাবে উঁচু পাহাড়ি পথ পেরিয়ে পিঠে একজন আস্ত মানুষ নিয়ে অসাধ্য সাধন করেছেন ওই পুলিশ কর্মী সেকথাও লেখেন পোস্টে। পাশাপাশি এই কঠিন সময়ে সমস্ত দেশের প্রতিবন্ধকতা পার করে দেশের পুলিশ এই ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় গোটা পুলিশ ডিপার্টমেন্টও ভূয়সী প্রশংসা করেন তিনি।

ভাইরাল ভিডিও সাড়া ফেলেছে নেট পাড়ায়

অন্যদিকে পোস্টের সাথে সাথেই ভিডিও ভাইরালও হয়ে যায় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। মোহনের কাজের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় গোটা নেটিজেন মহলকেই। পাশাপাশি দেশের সকল মানুষেরই যে মাঝে মাঝে মানব জাতির স্বার্থেই মানবসেবা মাঠে নামা উচিত সেকথাও মনে করিয়ে দেন অনেকে। এদিকে জম্ম-কাশ্মীরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৬ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৪ হাজার ৩৩৭ জন।

ছবি সৌ:টুইটার

More KASHMIR News  

Read more about:
English summary
police crossed inaccessible mountain path by holding old man on shoulder for vaccination! Viral video