রাজ্যের ১৪ জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা, কলকাতায় দাম কত জেনে নিন

একাধিক জেলায় পেট্রলোর দাম কলকাতাকে ছাপিয়ে গিয়েছে। রাজ্যের ১৪ টি জেলায় পেট্রোলের দাম ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। তার মধ্যে যেমন উত্তরবঙ্গের জেলা রয়েছে তেমন দক্ষিণবঙ্গের জেলাও রয়েছে। কলকাতায় আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯.৬২ টাকা। ডিজেলের দামও ছুটছে ১০০-র দিকে। লিটার প্রতি ৯২ টাকা হয়ে গিয়েছে ডিজেলের দাম।

জেলায় ১০০ ছুঁল পেট্রোল

রাজ্যের ১৪ জেলায় পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁয়ে ফেলেছে। তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর। এই েজলা গুলিতে লিটার প্রতি পেট্রলের দাম ৯৯.৯৯ টাকায় পৌঁছে গিয়েছে। কলকাতায় তুলনামূলক ভাবে কম।

ডিজেল এগোচ্ছে ১০০-র পথে

ডিজেলের দামেও কলকাতাকে ছাপিয়ে গিেয়ছে জেলা। কলকাতায় যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ৯২.২৭ টাকা। সেখানে জেলায় সেই দামনেকটাই বেশি। আলিপুরদুয়ার,কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ডিজেলের দাম কলকাতার দামকে ছাপিয়ে গিয়েছে। এই জেলা গুলিতে ডিজেলের দাম ৯৩.২৫ টাকায় পৌঁছে গিয়েছে। সবচেয়ে েবশি দাম আলিপুরদুয়ারে। সেখানে লিটার প্রতি ডিজেলের দাম ৯৩.৩৮ টাকায় পৌঁছে গিয়েছে।

দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। বাড়ছে পরিবহণ খরচ। যার জেরে চাল-ডাল, তেল-সবজি সব কিছুর দাম বাড়তে শুরু করেছে। এমনকী মাছ মাংসের দামও বাড়তে শুরু করেছে। মধ্যবিত্তের নাজেহান অবস্থা। এই নিয়ে প্রতিবাদ দেখিয়েছে কংগ্রেস। লোকসভার বাদল অধিবেশনে পেট্রল-ডিজেলের দাম নিয়ে প্রতিবাদে সরব হতে পারেন বিরোধীরা। ইতিমধ্যেই কংগ্রেস তা নিয়ে তোড়জোর শুরু করে দিয়েছে।

দিল্লিতে ১০০ টাকা পেরল পেট্রোল

রাজধানী দিল্লিতেও ১০০ টাকা পার করেছে পেট্রোল। ইতিমধ্যেই দেশের ১১১টি রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পার করে গিয়েছে। লাদাখ, কাশ্মীর, রাজস্থান, মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় মেট্রো শহরে পেট্রোলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এই নিয়ে উদ্বেগে ব্যবসায়ী মহলও।

More PETROL News  

Read more about:
English summary
Petrol price of 14 district reached Rs.100 and Kolkata petrol price update news