হাজার আবেদনেও মেলেনি জামিন, বন্দি দশাতেই মৃত্যু এলগার মামলায় প্রধান অভিযুক্ত স্ট্যান স্বামীর

আগামীকালই ছিল জামিনের শুনানি। কিন্তু তার আগে আর হল না শেষ রক্ষা। কাজে এল না ভেন্টিলেশন সাপোর্টও। ৮৪ বছর বয়সে চলে গেলেন বিখ্যাত আদিবাসী অধিকার রক্ষাকর্মী তথা এলগার পরিষদ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত স্ট্যান স্বামী। সোমবার সকালেই তাঁর স্বাস্থ্য অবনতির কথা জানান তাঁরই আইনজীবী মিহির দেশাই। তারপর থেকেই বাড়ছিল চাপা উত্তেজনা।

জামিনের শুনানির একদিন আগেই মৃত্যু

অথচ স্ট্যান স্বামীর শারীরিক অবস্থার কথা জানতে চাইলে মুথে কুলুপ এঁটেছিল মুম্বইয়ের হোলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৩০ মে থেকে এই হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। মাঝে করোনা আক্রান্তও হয়েছিলেন এই অশীতিপর সমাজকর্মী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও করোনার বিষেই শরীরে বাসা বেঁধেছিল আরও একাধিক রোগ। আর তাতেই ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন

করোনা পরবর্তী একধিক শারীরিক জটিলতার শিকার হয়েছিলেন তিনি। সকাল থেকেই অক্সিজেনের মাত্রাও দ্রুত নেমে যাচ্ছিল তাঁর। শুরু হয়েছিল তীব্র শ্বাস কষ্টও। যদিও শারীরিক অবস্থার অবনতি হতেই গত কয়েকদিন তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল বলে জানা যায়। যদিও চিকিৎসা পদ্ধতি নিয়ে হাসপাতালের তরফে কিছু না বলাতেই বাড়ছিল উদ্বেগ।

উঠছে একাধিক অভিযোগ

অন্যদিকে গত বছরের ৮ অক্টোবর রাঁচি থেকে স্ট্যানকে গ্রেপ্তার করেছে এনআইএ। তখন থেকেই মুম্বইয়ের তালোজা জেলে বন্দি ৮৩ বছরের জেসুট যাজক তথা এই আদিবাসী অধিকার রক্ষাকর্মী। এদিকে তাঁর আইনজীবী মিহির দেশাইের অভিযোগ হাসাপাতালে স্থানান্তরিত করার আগেই করোনার কবলে পড়েছেন এই বরিষ্ঠ সমাজকর্মী। জেলে ঠিক মতো দেখাশোনার অভাব, অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

থাবা বসিয়েছিল পারকিনসন

এদিকে তাঁর শরীরে আগে থেকেই পারকিনসনেক মতো মারণ ব্যাধি থাবা বসিয়েছিল বলে জানা যাচ্ছে। এমনকী তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে একাধিকবার বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়। বর্তমানে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করা হলে আগামী ৬ জুলাই শুনানির দিন ধার্য করে সুপ্রিম কোর্ট। কিন্তু তার একদিন আগেই ইহলোক ত্যাগ করলেন ভারতের এই বিখ্যাত সমাজকর্মী।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Stan Swamy, one of the main accused in the Elgar Parishad case, died at the age of 84