তুমুল ভাইরাল ভিডিও
সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ কেন্দ্রের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রথম এই তৃণভোজী বাঘটির ভিডিও পোস্ট করা হয়। আর অবাক করা ভিডিওটি ভাইরালও হয়ে যায় মূহূর্তে। ভিডিওতে দেখা গেছে, বনে ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে একটা রয়ের বেঙ্গল টাইগার। তারপরেই এই অদ্ভূত বাঘটিকে নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ারও হচ্ছে দেদার। আর তাতেই বিস্মিত হচ্ছে নেটিজেন মহল।
কী বলছে সাতপুরা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ ?
তবে বাঘের ঘাস খাওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনার শিরোনামে এসেছে। বিদেশের একাধিক জায়গায় এই ধরণের খবর সামনে এসেছে। কিন্তু এবার খোদ দেশের অন্দরে তৃণভোজী বাঘের দেখা পেয়ে তাজ্জব বনে যাচ্ছেন সকলে। তবে এর পিছনে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে বলে দাবি ওয়াকিবহালম মহলের। সাতপুরা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের দাবি, খাবার সহজে হজম করার জন্যই এই কাজ করে থাকে বাঘেরা।
নেপথ্যে কী কোনও বিজ্ঞানসম্মত কারণ?
এমনকী দিনভর ভারী খাবার খাওয়ার পর অনেক সময়েই একাধিক শারীরিক সমস্যা দেখা যায় বিশেষত মাংশাসী প্রাণীদের শরীরে। আর সেই সমস্যা জটিলতা এড়াতে বাঘের পাশাপাশি অনেক প্রাণীই একাধিক লতা গুল্ম খেয়ে থাকে। এদিকে মাংস খেয়েই সাধারণত জীবনধারণ করে বাঘ, সিংহ, নেকড়ের মতো বড় বড় মাংসাশী প্রাণীরা। তাই খাবারকে সহজপাচ্য করতে তারা প্রায়শই এই কাজ করে থাকে। যদিও তা সচরাচর সাধারণ মানুষের নজরে পড়ে না।
চায়ের দোকানে একের পর এক প্লেট ধুয়ে চলেছে পোষ্য বাঁদর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও