IPL 2021 : আমিরশাহীতে যে যে সমস্যার মুখে পড়তে হতে পারে দলগুলিকে

করোনা ভাইরাসের জেরে অর্ধেক রাস্তা চলার পর স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের আইপিএল সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলেছে। ২০২০-এর মতো এবারও আরব দেশে টুর্নামেন্ট সফল হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। তবে সেই রাস্তাতেও যে বিস্তর কাঁটা, তা আইপিএলের আট দলের মালিকপক্ষ হাড়েহাড়ে টের পাচ্ছে। ঠিক কোথায় কোথায় সমস্যায় পড়তে হতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

দুবাই এক্সপো

২০২১ সালের পয়লা অক্টোবর থেকে থেকে দুবাইতে বিরাট ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলা শুরু হতে চলেছে। দুবাই এক্সপো নামের এই অনুষ্ঠানে বিদেশের বহু পর্যটক উপস্থিত হবেন। সেই আবহে ক্রিকেটারদের জন্য দুবাইয়ে হোটেল বুক করতে নাজহাল হতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। যে হোটেলগুলিতে ঘর অবশিষ্ট রয়েছে, সেগুলি আকাশছোঁয়া দর হাঁকাচ্ছে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ

সেপ্টেম্বরে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও জুলাইয়ের শেষ কিংবা অগাস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে প্রতিনিধি পাঠানোর ভাবনায় ছিল ফ্র্যাঞ্চাইজিগুলির। জৈব সুরক্ষা বলয় তৈরি সহ অন্যান্য পরিকল্পনা আগেভাগেই সেরে ফেলা ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু করোনা ভাইরাস সেই পরিকল্পনায় জল ঢালতে চলেছে বলা চলে। বিশেষজ্ঞদের কথায় আগামী অগাস্টেই ভারতে আছড়ে পড়তে পারে কোভিড ১৯-এর তৃতীয় ঢেউ। সেই আবহে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের ভারত থেকে দুবাই যাওয়া ঠিক হবে না বলে মনে করছে বিসিসিআই।

বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা

করোনা ভাইরাসের জেরে অর্ধেক রাস্তা হেঁটে থমকে যাওয়া আইপিএল ফের শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে থাকলেও তাতে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তা নিয়ে চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিও। যদিও বিসিসিআই এ ব্যাপারে বিদেশি ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে লাগাতার কথা বলে চলেছে বলে খবর।

কবে থেকে শুরু আইপিএল

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে থমকে যাওয়া আইপিএলের অবশিষ্ট অংশ অনুষ্ঠিত হতে চলেছে। ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সম্পূর্ণ সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই।

More IPL News  

Read more about:
English summary
IPL 2021 teams will face fresh hurdles in United Arab Emirates
Story first published: Monday, July 5, 2021, 19:56 [IST]