কড়া করোনা বিধির জটেই রাজধানীতে খুলল স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স

করোনা ভাইরাসের আবহে কড়া বিধির জটেই রাজধানী দিল্লিতে সব স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হয়েছে। দিল্লি ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা ডিডিএমএ-র ছাড়পত্র মিলতেই সোমবার থেকে সেখানে আটকে থাকা ক্রীড়া ইভেন্টগুলি শুরু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে দেশের রাজধানীর স্টেডিয়ামগুলিতে যে আপাতত দর্শকদের প্রবেশ নিষিদ্ধ, তাও ঘোষণা করা হয়েছে।

কড়া করোনা বিধির জটেই রাজধানীতে খুলল স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স

রবিবার দিল্লি ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা ডিডিএমএ-র তরফে জারি করা নির্দেশিকায় ক্রীড়া সংক্রান্ত আশার কথা শোনানো হয়। তারপরেই নড়েচড়ে বসে দিল্লির সবকটি সরকারি ও বেসরকারি ক্রীড়া সংস্থা। রাজধানীর সব স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খোলার প্রক্রিয়া শুরু হয়ে যায় সোমবার সকাল থেকেই। করোনা ভাইরাস সংস্পর্শ এড়াতে দিল্লি সরকারের জারি করা বিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি মেনেই বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও অনুশীলন শুরু হবে বলে জানানো হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সামাজিক দূরত্ব মেনে চলা থেকে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার। করোনা সংক্রমণ এড়াতে রাজধানীর সব স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স নিয়মিত স্যানিটাইজ করার নির্দেশও দেওয়া হয়েছে। বিধিভঙ্গে কড়া শাস্তির বিধানও প্রশাসনের তরফে দেওয়া হয়েছে।

টিম ইন্ডিয়ার হেড কোচ পদে শাস্ত্রীর মেয়াদ শেষ কবে? নতুন দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে কে?টিম ইন্ডিয়ার হেড কোচ পদে শাস্ত্রীর মেয়াদ শেষ কবে? নতুন দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে কে?

২০২০ সালের মার্চে ভারতে আছড়ে পড়েছিল করোনা ভাইরাসের প্রথম ঢেউ। যার প্রভাব দেশের ক্রীড়ক্ষেত্রে ব্যাপকভাবে পড়ে। বিভিন্ন রাজ্যে একাধিকবার স্থগিত করে দেওয়া হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। ২০২১ সালের শুরুতে যখন সবকিছু ঠিকঠাক হওয়ার উপক্রম তৈরি হয়, তখন করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আবারও সবকিছু ওলোট-পালোট করে দেয়। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে রাজধানী দিল্লিতে। ধাপে ধাপে লকডাউন ঘোষণা করে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পরেই ফের স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সগুলি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Delhi stadiums and sports complexes has reopened without spectators in coronavirus
Story first published: Monday, July 5, 2021, 13:33 [IST]