আইএফএ-র সঙ্গে বৈঠক
কলকাতা লিগে অংশগ্রহণ নিয়ে এসসি ইস্টবেঙ্গলের ভাবনা জানতে ক্লাবের কর্তাদের ডেকে পাঠিয়েছিল আইএফএ। তারই প্রেক্ষিতে সোমবার ওই ফুটবল নিয়ামক সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায়, কর্তা সুব্রত দত্ত ও অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল-হলুদের সিইও শিবাজি সমাদ্দার। সেখানে তিনি কলকাতা লিগে ক্লাবের অংশগ্রহণ নিয়ে কোনও আশার আলো দেখাতে পারেননি।
সমস্যাটা কোথায়
ইস্টবেঙ্গল ও লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তিপত্রে সই না হওয়াটাই যে এই জটিলতার মূল কারণ, আইএফএ কর্তাদের তা জানাতে ভোলেননি শিবাজি সমাদ্দার। লগ্নিকারী সংস্থার সঙ্গে ক্লাব ওই চুক্তিপত্রে সই না করলে তাঁরা আদৌ লিগে অংশ নিতে পারবেন কিনা, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি লাল-হলুদের সিইও। তবে আইএফএ কর্তাদের সঙ্গে আলোচনায় তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন শিবাজি বাবু। তাঁর বক্তব্য, কলকাতা লিগে খেলার ক্ষেত্রে অনেকগুলি সমস্যা রয়েছে। সেগুলি কাটিয়ে ওঠাটাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন লাল-হলুদের সিইও।
ছবি সৌজন্যে আইএফএ
কবে শুরু কলকাতা লিগ
করোনা ভাইরাসের জেরে এক বছর স্থগিত থাকার পর অবশেষে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। পয়লা জুলাই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-র সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১৮ অগাস্ট থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত লিগ চলবে বলেও জানানো হয়েছে। যদিও লিগ নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনও করা হয়নি। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ-র সাব কমিটির বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
লিগের কী নিয়ম?
করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নিয়মে বেশকিছু বদল আনা হচ্ছে বলে আপাতভাবে জানানো হয়েছে। বলা হয়েছে যে অতিমারীর কথা মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতি ফুটবলারকে দুটি করে কোভিড ১৯ টিকা নিতে হবে বলেও প্রাথমিকভাবে জানানো হয়েছে। মোট ১৪টি দল ঐতিহ্যবাহী টুর্নামেন্টে অংশ নেবে। লিগ এবং নক আউট পর্ব নিয়ে অনুষ্ঠিত হতে চলা কলকাতা লিগে এবার কোনও অবনমন রাখা হবে না বলেও জানানো হয়েছে। প্রতি দলের বিদেশি় ফুটবলারের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। এবারের চারের পরিবর্তে তিন জন ফুটবলারকে সই করাতে পারবে দলগুলি। তিনের পরিবর্তে দুই জন ফুটবলারকে খেলানো যাবে বলেও জানানো হয়েছে।