সৌরভের 'সেরা' জন্মদিনের এবার ২৫ বছর, ট্রেন্টব্রিজে শতরানের দিনেই চমক ডোনা-র

জুলাই মাসে চার দিনের মধ্যে ভারতের তিন সেরা অধিনায়ক তথা কিংবদন্তির জন্মদিন। ৭ জুলাই মহেন্দ্র সিং ধোনির জন্মদিন, ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন এবং ১০ তারিখ সুনীল গাভাসকরের জন্মদিন। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনও ৮ জুলাই। ফলে এই দিনটি বাংলার মানুষের কাছে বিশেষ গর্বের দিন। সৌরভের অনুরাগীরা অবশ্য কয়েক মাস আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় মহারাজকীয় জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দেন। তা আরও গতি পেল আজ সকালে ডোনা গঙ্গোপাধ্যায়ের এক টুইটে। সৌরভের নিজের পছন্দের সেরা জন্মদিনেরও যে এবার ২৫ বছর।

'সেরা' জন্মদিনের ২৫ বছর

লর্ডস অভিষেক তথা টেস্ট অভিষেকে শতরানের ২৫ বছর উদযাপনের রেশ কাটতে না কাটতেই এসে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরও একটা জন্মদিন। ৪৯ পূর্ণ করতে চলা সৌরভের কাছে বয়স শুধুই একটি সংখ্যামাত্র। মাঠের মানুষ বলেই নিজেকে ভাবতে ভালোবাসেন। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সৌরভ নিজেকে ডুবিয়ে রেখেছেন ক্রিকেটের উন্নতির কাজেই। ব্যস্ততাও বেড়েছে কয়েক গুণ। যাতেই হাত দেন তাতেই সোনা ফলে। সে অধিনায়ক হিসেবে হোক বা ক্রিকেট প্রশাসন থেকে মেন্টর, ধারাভাষ্য কিংবা আইএসএল, টেলিভিশন সঞ্চালনা, সবেতেই। মানবসেবাতেও নিজেকে নিয়োজিত রাখেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে অতিমারি, সব সময়ই সৌরভের মানবিক মুখের সাক্ষী থেকেছে বাংলা, দেশ তথা গোটা বিশ্ব। অনেকেই হয়তো খেয়াল করেননি এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের পছন্দের জন্মদিনেরও ২৫ বছর।

ছবি- ইউটিউব

২৫ বছর আগে

সৌরভ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, ক্রিকেট জীবনে সেরা জন্মদিন কেটেছে ১৯৯৬ সালে। লর্ডস টেস্টের পর সেবার ভারত ট্রেন্টব্রিজে টেস্ট খেলছিল। জুলাইয়ের ৪,৫,৬ খেলা ছিল। উইম্বলডন ফাইনাল পড়ায় সেবার ৭ জুলাই ছিল রেস্ট ডে। আবার ৮ ও ৯ জুলাই খেলা ছিল। লর্ডস টেস্টে অভিষেকে শতরানের পর সৌরভের দ্বিতীয় টেস্ট শতরানটি এসেছিল ২৫ বছর আগে আজকের দিনেই। টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল ভারত। এরপর তৃতীয় উইকেট জুটিতে তিনে নামা সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর তৃতীয় উইকেট জুটিতে যোগ করেছিলেন ২৫৫ রান। ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৩৬১ মিনিট ক্রিজে কাটিয়ে সৌরভ খেলেছিলেন ২৬৮ বলে ১৩৬ রানের ইনিংস, মেরেছিলেন ১৭টি চার ও ২টি ছক্কা। সচিন করেছিলেন ১৭৭। এই টেস্টে বল হাতে ১৯.৫ ওভার করে ২টি মেডেন-সহ ৭১ রানের বিনিময়ে গ্রাহাম থর্প, মিন প্যাটেল ও অ্যালান মুলালির উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১২১ মিনিট ক্রিজে থেকে ৮টি চারের সাহায্যে ৮৬ বলে ৪৮ করে আউট হন মহারাজ। এই টেস্টটি শেষ হয়েছিল সৌরভের জন্মদিনের পরদিনই। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন সৌরভ, সিরিজ সেরা হয়েছিলেন নাসের হুসেনের সঙ্গে যৌথভাবে। জন্মদিন এই টেস্টের মধ্যে পড়ায় এবং এমন সাফল্য আসায় এটিকেই সেরা জন্মদিন বলে মনে করেন সৌরভ।

ছবি- ইউটিউব

জন্মদিনের মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে বরাবর লো প্রোফাইলের বলেই মনে করেন। যখন ক্রিকেট খেলতেন তখনও খুব বেশি মাতামাতি করতেন না জন্মদিন নিয়ে। বেশিরভাগ জন্মদিন কেটেছে পরিবারের সঙ্গে। আর যখন কোনও সফরে থাকতেন তখন সৌরভের জন্মদিন আয়োজন করতেন ম্যানেজাররা, সতীর্থদের নিয়ে জন্মদিন কাটত। এখন বাবার জন্মদিনে চমক দেন কন্যা সানা। গত বছরও করোনা পরিস্থিতিতে মধ্যরাতে সানার আনা কেক সৌরভ কেটেছিলেন পরিবারকে নিয়েই। সেলিব্রেশন হয় অফিসেও। বরাবর সৌরভের জন্মদিনে নানা প্রান্ত থেকে কেক, ফুল, উপহার নিয়ে হাজির হন ভক্তরা। যদিও এবারও করোনা পরিস্থিতি থাকায় ভক্তদের সকলকে নিয়ে জমজমাট সেলিব্রেশন হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তবু অনেকেই ৮ জুলাই সকালে হাজির হবেন বেহালায় সৌরভের বাড়ি বা অফিসের সামনে।

ডোনার চমক

সোশ্যাল মিডিয়ায় সৌরভের জন্মদিনের কাউন্টডাউন চলছে কয়েক মাস ধরেই। মহারাজের অনুরাগীরা বিভিন্ন গ্রুপ চালান ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। এবার জন্মদিনের আগে প্রকাশ করা হল কমন ডিসপ্লে পিকচার। যা নিজেদের প্রোফাইলে ব্যবহার করবেন সৌরভ-ভক্তরা। সুদৃশ্য কমন ডিসপ্লে পিকচারে সৌরভের নানা স্মরণীয় মুহূর্তের ছবি ছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ নজিরের উল্লেখ। এই সিডিপি এদিনই আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, এই সিডিপি প্রকাশ করে সত্যিই আনন্দিত। জন্মদিনের আগাম শুভেচ্ছা।

Very Glad to unveil the Birthday Special CDP of our #Dada @Sganguly99.#DADABirthdayCDP#AdvanceHappyBirthdayDADA #July8th pic.twitter.com/iFl7wnD8hr

— Dona Ganguly (@DonaGanguly75) July 4, 2021

More SOURAV GANGULY News  

Read more about:
English summary
Dona Ganguly Releases Common Display Picture Ahead Of BCCI President Sourav Ganguly's Birthday. According To Sourav, Birthday In 1996 Most Special In His Life.
Story first published: Sunday, July 4, 2021, 16:20 [IST]