পাঁচ সেটের তুমুল যুদ্ধ জিতে উইম্বলডনের শেষ ১৬ রাউন্ডে পৌঁছলেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মাকিন সিলিচকে হারালেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। তবে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের এক নম্বর কোর্টে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন টেনিস প্রেমীরা।