সব কেলেঙ্কারির মাস্টার মাইন্ড বিজেপি
এদিন নিজের নির্বাচনী ক্ষেত্র শ্রীরামপুরে দলেরই এক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, শুধু রাফালে কেন, অনেকে দুর্নীতিই সামনে আসবে। এবারে খালি দেখতে থাকুন। যত রকমের দুর্নীতি আছে, বিজেপির তার মাস্টার মাইন্ড। সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার। মোদীর দাড়ি যত বাড়ছে, দুর্নীতিও পাল্লা দিয়ে বাড়ছে বলে কটাক্ষ করেছেন তিনি।
রাফালে নিয়ে তদন্তের দাবি
রাফালে নিয়ে সঠিক তদন্তের দাবি করেছেন কল্যাণ। তিনি বলেন, ফ্রান্সের সরকারই তদন্ত করুক। তা করলেই আসল গল্প সামনে আসবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হোক। তিনি বসেন, ২০২৪ সালে মোদী সরকার আর থাকবে না। ফলে ওদের কেনা গোলাম সিবিআইও আর বাঁচাতে পারবে না বলে কটাক্ষ করেন তিনি।
রাফালেতে দুর্নীতির অভিযোগ খারিজ করেছিল সুপ্রিম কোর্ট
এর আগে রাফালে নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সময়ও মোদী সরকারের তরফ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছিল। পাশাপাশি সুপ্রিম কোর্টে হওয়া শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সেই মুহূর্তে পাওয়া পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ খারিজ করে দিয়েছিলেন। যদিও সাম্প্রতিক সময়ে সেখানকার সংবাদ মাধ্যম মিডিয়াপার্ট একাধিক রিপোর্ট প্রকাশ করেছে। পাশাপাশি এক বিচারক যে রাফালে নিয়ে তদন্ত শুরু করেছেন, তাও জানিয়েছে তারা।
অভিযুক্তরা বিজেপিতে
বিজেপির তরফ থেকে রাজ্যে সমবায় ব্যাঙ্ক-সহ একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তদন্ত করলে যাঁদের নাম উঠে আসবে, তাঁরা এখন বিজেপিতে। তিনি বলেন, পুলিশ তদন্ত করুক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তিনি কটাক্ষ করে বলেন, যত রকমের দুর্নীতি আছে বিজেপি তার হেডমাস্টার।