লাল হলুদের 'উজ্জ্বলদা'
গত মরশুমে আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয় এসসি ইস্টবেঙ্গল। যদিও পরের দিকে ব্রাইট এনোবাখারের সঙ্গে চুক্তি করার ইতিবাচক ফল পায় রবি ফাওলারের দল। ১২টি ম্যাচে তিনি খেলেছেন। সবমিলিয়ে আইএসএলে খেলেছেন ৯৩৬ মিনিট। তিন গোল করেছেন, একটি অ্যাসিস্ট। ২৩ বছরের এই সেন্টার ফরওয়ার্ডের পায়ের জাদু মুগ্ধ করে সকলকেই। ব্রাইটকে উজ্জ্বলদা বলেও ডাকতে শুরু করেন সমর্থকরা। যদিও তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করে ব্রাইট যতটা প্রতিভাবান তাতে আদৌ কতটা তাঁকে ধরে রাখতে পারবে লাল হলুদ? এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি নবীকরণের দিকে তাকিয়ে ছিলেন ব্রাইট। কিন্তু এখনও ইনভেস্টরের সঙ্গে ক্লাবের সংঘাতে চুক্তিপত্র সই না হওয়ায় অচলাবস্থা জারি রয়েছে। ফলে ইংল্যান্ড-সহ বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব পাওয়া ব্রাইট ঠিক করে নিয়েছেন আইএসএলে আর খেলবেন না।
ঝাঁপিয়েছে কভেন্ট্রি
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে চুক্তিবদ্ধ থাকাকালীন লোনে কভেন্ট্রি সিটির হয়ে ব্রাইট খেলেছিলেন। সমর্থকদের কাছে জনপ্রিয়তাও লাভ করেছিলেন। নীল জার্সিতে ব্রাইটকে খেলাতে তাই জোরকদমে নেমে পড়েছে কভেন্ট্রি সিটি। সবকিছু ঠিকঠাক চললে এই ক্লাবের হয়েই ইংলিশ ফুটবলে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। কভেন্ট্রির সংবাদমাধ্যম সূত্রেই এই খবর মিলেছে। ২০১৯ সালে লিগ ওয়ানে এই ক্লাবের হয়ে অর্ধেক মরশুম লোনে খেলে মাতিয়ে দিয়েছিলেন ব্রাইট। ১৮টি ম্যাচে করেছিলেন ৬টি গোল।
উজ্জ্বল সম্ভাবনা
আসন্ন মরশুমের জন্য একজন মিডফিল্ডার, একজন স্ট্রাইকার ও একজন গোলকিপারকে সই করিয়েছে কভেন্ট্রি সিটি। কোচ মার্ক রবিন্স আরও একজন স্ট্রাইকার নিতে চাইছেন। সে কারণেই কভেন্ট্রি সিটির ভাবনায় চলে এসেছেন ব্রাইট এনোবাখারে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ব্রাইটকে ফেরাতে চেয়েছিল কভেন্ট্রি। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার আইএসএলে খেলতে চলে আসেন। জানা গিয়েছে, ব্রাইটকে পেতে লোভনীয় প্রস্তাবও দিয়েছে কভেন্ট্রি। নর্থফিল্ড টাউনে এক মরশুম কাটিয়ে উইলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যুব কেরিয়ার শুরু করেন ব্রাইট। ২০১৫ থেকে ২০২০ অবধি সেই ক্লাবের সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলেন। স্কটিশ ক্লাব কিলমারনকের হয়ে খেলার পাশাপাশি ইংল্যান্ডের কভেন্ট্রি, উইগান অ্যাথলেটিকের হয়েও খেলেছেন লোনে। উইগানে ২টি ম্যাচ লোনে খেলার পর ২০২০ সালে গ্রিসের এইকি এথেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন, তারপরই চলতি বছরের গোড়ায় ভারতে এসেছিলেন স্বল্পমেয়াদি চুক্তিতে।