সচিন থেকে বিরাট, সৌরভ থেকে রোহিত, ভারতীয় ক্রিকেটারদের সব ছদ্মনাম জানা আছে কি?

ভারতের ধ্যানেজ্ঞানে, শয়নে-স্বপনে এখন কেবলই ক্রিকেট। সুনীল গাভাসকর, কপিল দেবের হাত ধরে সচিন তেন্ডুলকরের হাত ঘুরে ভারতীয় ক্রিকেট এখন যাদের নির্ভরযোগ্য হাতে রয়েছে, সেই বিরাট কোহলি, রোহিত শর্মারা বাইশ গজের খেলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার জেরে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আগের থেকে অনেক বেশি ইন্টারেক্টিভ এ প্রজন্মের ক্রিকেটাররা। তাঁদের হাল-হকিকৎ এখন মানুষের নখদর্পণে। সেই তালিকাকে আরও আকর্ষণীয় করতে দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের ডাক নামগুলি।

অধিনায়কোচিত ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড, ইংল্যান্ডে হোয়াইটওয়াশ বাঁচিয়ে বিশ্বসেরা মিতালিঅধিনায়কোচিত ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড, ইংল্যান্ডে হোয়াইটওয়াশ বাঁচিয়ে বিশ্বসেরা মিতালি

এ প্রজন্মের ক্রিকেটার

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ডাক নাম যে চিকু, তা অনেকেরই জানা। একই হিটম্যান রোহিত শর্মাকে 'রো' এবং অজিঙ্ক রাহানেকে 'জিঙ্কস' বলেও সম্বোধন করা হয়। হার্দিক পান্ডিয়াকে ভালোবেসে 'হেয়ারি অ্যান্ড রকস্টার' বলে ডাকা হয়। স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে ক্রিকেট বিশ্ব 'অ্যাশ' নামেও চেনে। ররীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার ডাক নাম যে যথাক্রমে 'জাড্ডু' এবং 'ইশু', তা কারও জানতে বাকি নেই। জসপ্রীত বুমরাহকে 'জেবি' 'জাস্য়ি' এবং ঋষভ পন্থকে কেবল 'পন্থ' বলে সম্বোধন করা হয়ে থাকে। শুভমান গিলের ডাকনাম 'শুভী'। যুজবেন্দ্র চাহাল ও চেতেশ্বর পূজারাকে যথাক্রমে 'যুজি' ও 'চিন্টু' বলে ডাকা হয়। ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ানকে যথাক্রমে 'ভুবি' ও 'গব্বর' বলে সম্বোধন করা হয়। কুমার লোকেশ রাহুলের ডাকনাম কেএল। অন্যদিকে শ্রেয়স আইয়ারকে কেবল 'আইয়ার' বলেই সম্বোধন করা হয়। উমেশ যাদব 'বাবলু' বলে পরিচিত তাঁর ঘনিষ্ঠ মহলে।

ধোনি থেকে যুবি

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এমএস ধোনির ডাকনাম যে 'মাহি', তা সকলেরই জানা। প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং-কে 'যুবি' নামে সম্বোধন করা হয়। সুরেশ রায়নার বাড়ির নাম যেখানে 'সোনু', সেখানে রবিন উথাপ্পা 'রবি' বলে বেশি পরিচিত। দীনেশ কার্তিক, মুরলী বিজয় ও শ্রীসন্থের ডাকনাম যথাক্রমে 'ডিকে', 'মঙ্ক' ও 'গোপু'। আশিস নেহেরাকে মজা করে 'পোপাট' বলে সম্বোধন করেন অনেকে। অমিত মিশ্রকে ডাকা হয় 'মিশ্রা' বলে। ইরফান পাঠান, গৌতম গম্ভীর, জাহির খান ও বীরেন্দ্র শেহওয়াগকে যথাক্রমে 'গুড্ডু টাট্টু', 'গাউতি', 'জ্যাক' ও 'বীরু'। হরভজন সিং ও মহম্মদ কাইফের ডাকনাম যথাক্রমে 'ভাজ্জি' ও 'কাইফু'।

সচিন থেকে সৌরভ

বিসিসিআই সভাপতি তথা দেশের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ডাকনাম যে 'মহারাজ' ও 'প্রিন্স অফ কলকাতা', তা জানা থাকলেও কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে 'মাস্টার ব্লাস্টার' ও 'গড অফ ক্রিকেট' ছাড়াও যে 'তেন্ডলিয়া' এবং 'পাজি' বলে সম্বোধন করা হয়, তা আগে জানতেন কি? 'দ্য ওয়াল' হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়কে 'জ্যামি' বল সম্বোধন করা হয়। ভিভিএস লক্ষ্মণ যেখানে 'ভেরি ভেরি স্পেশাল', সেখানে অনিল কুম্বলেকে 'জাম্বো' বলে ডাকা হয়। জাভাগাল শ্রীনাথ ও অজিত আগরকারের ডাকনাম যথাক্রমে 'বাবু' ও 'বম্বে ডাক'।

কপিল থেকে গাভাসকর

ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবকে 'হরিয়ানা হ্যারিকেন' হিসেবে চেনে অনেকে। সুনীল গাভাসকরের ছদ্মনাম 'সানি' ও 'লিটল মাস্টার'। নভজোৎ সিং সিধুকে 'শেরি' ও রবি শাস্ত্রীকে 'শ্যাজ' বলে সম্বোধন করা হয়ে থাকে। সঞ্জয় মঞ্জরেকরের ডাকনাম 'সাঞ্জ'।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
Funny nicknames of famous Indian cricketers, check out the list
Story first published: Sunday, July 4, 2021, 16:09 [IST]