শুরু ষষ্ঠ দফার আনলক, একাধিক নতুন ক্ষেত্রে ছাড় মিললেও ১২ তারিখ পর্যন্ত জারি বিধিনিষেধ

বর্তমানে গোটা দেশে অনেকটাই কমেছে করোনার চোথ রাঙানি। দ্বিতীয় ঢেউয়ের রাশ আলগা হলেও ইতিমধ্যেই উদ্বেগ বাড়াতে শুরু করেছে করোনার তৃতীয় পর্বের ঢেউ। যদিও গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কবলে পড়েছেন ৪৪ হাজার ৬১৪ জন। এদিকে আতঙ্কের আবহেই রাজ্যে রাজ্যে শুরু হয়ে গিয়েছে আনলক প্রক্রিয়া। দিল্লিতেও নতুন বিধিনিষেধের মোড়কেই চলছে আনলক পর্ব।

শুরু ষষ্ঠ দফার আনলক, একাধিক নতুন ক্ষেত্রে ছাড় মিললেও ১২ তারিখ পর্যন্ত জারি বিধিনিষেধ

আনলকের জন্য রবিরাই দিল্লি সরকারের তরফে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স গুলি দর্শক ছাড়াই খোলার অনুমতি দিয়েছে সরকার। এই রাস্তাতেই আগামীকাল থেকে ষষ্ঠ দফার আনলক পর্ব শুরু হয়ে যাচ্ছে রাজধানীতে। দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) তরফেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি মিললেও সিনেমা হল, মাল্টিপ্লেক্স, NP এবং সুইমিং পুলগুলি বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে।নতুন যে যে ক্ষেত্রে শিথিলকরণ করা হল তা সোমবার ভোর ৫ টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে বাকি বিধিনিষেধ ১২ জুলাই ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দিল্লি ও সন্নিহিত এলাকায় যে কোনও সামাজিক ও রাজনৈতিক সমাবেশ,অডিটরিয়াম, স্কুল, কলেজ, স্পা সহ সমস্ত পার্ক ১২ তারিখ পর্যন্ত বন্ধই থাকছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বাংলার মতো বাস ও মেট্রো চলাচল শুরু হলেও তা মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়েই পরিষেবা দিতে পারবে বলে কেজরি সরকারের তরফে জানানো হয়েছে। অন্যদিকে জিম ও ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রগুলি আগের মতোই ৫০ শতাংশ সদস্য নিয়ে খুলতে পারবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিয়েতে ৫০ জনের বেশি আমন্ত্রিত থাকতে পারবে বলেও পুনরায় জানানো হয়েছে সরকারের তরফে। এদিকে পরিসংখ্যান বলছে গত ২৪ ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনার কবলে পড়েছেন ১১২ জন। মারা গিয়েছেন ৪ জন।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
incidence of corona is decreasing, the unlock episode of the sixth phase has started in Delhi