২ মাসে ৩৪ বার বাড়ল পেট্রোল মূল্য
রাজ্য সরকারের অধীনস্থ জ্বালানি সরবরাহকারী সংস্থার মতে, পেট্রোলের দাম বাড়ল ৩৫ পয়সা ও ডিজেলের মূল্য বাড়ল ১৮ পয়সা। সূত্রের খবর, গত দু'মাসে লাগাতার ৩৪ বার দাম বেড়েছে পেট্রোলের। পিছিয়ে নেই ডিজেল, দাম বেড়েছে ৩৩ বার! দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার প্রতি ৯৯.৫১ টাকা ও ডিজেলের দাম ৮৯.৩৬ টাকা/লিটার।
পরিবহন মাশুল ও ভ্যাটের কারণে দামের হেরফের
তেল সংস্থাগুলির মতে, রাজ্যে রাজ্যে ভ্যাট ও পরিবহনের মাশুলে পার্থক্যের কারণে পেট্রোপণ্যের দাম ভিন্ন ভিন্ন। এর জেরেই তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, উড়িষ্যা, কেরল, বিহার, পাঞ্জাব ও লাদাখে জ্বালানির দাম সর্বোচ্চ। রবিবার এই তালিকায় নাম উঠল সিকিমের। গ্যাংটকে পেট্রোলের দাম ১০০.১৫ টাকা/লিটার ও ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৫৫ টাকা।
কলকাতায় সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল
অন্যান্য মেট্রো শহরের ন্যায় দিল্লি ও কলকাতায় ১০০-র কাছাকাছি পেট্রোলের মূল্য। সূত্রের খবর অনুসারে, রাজস্থানের শ্রী গঙ্গানগর ও হনুমানগড়ের পাশাপাশি উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের রেওয়া, শাহদল ও বালাঘাটে সেঞ্চুরি করেছে ডিজেলের মূল্য। স্বভাবতই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বিধানসভা নির্বাচনের পরপরই পেট্রোপণ্যের এহেন মহার্ঘ মূল্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই।
৩৪ বারে মোট ৯.১১ টাকা মূল্য বৃদ্ধি পেট্রোলের
জাতীয় সূত্রে খবর, প্রায় ৩৪ বার মূল্য বৃদ্ধির জেরে পেট্রোলের দাম বেড়েছে ৯.১১ টাকা। অন্যদিকে ৩৩ বারে ডিজেলের দাম বেড়েছে মোট ৮.৬৩ টাকা। আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক জ্বালানির ১৫ দিনের মূল্যের গড়ের উপর নির্ভর করে দেশে পেট্রোপণ্যের দাম। পাশাপাশি ডলার-টাকার মূল্যের হেরফেরও প্রভাব ফেলে পেট্রোল-ডিজেলের মূল্যে। ২০১৯-এর এপ্রিলের পর এই প্রথম ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় আকশছোঁয়া।