ডেল্টার ভয়বহতা দেখছে রাশিয়া, বাড়ছে দৈনিক মৃত্যু

কিছুদিন আগেই করোনার দ্বিতীয় ওয়েভের সবচেয়ে খারাপ সময় পার করেছে ভারত৷ এবার সেই দুঃসময় জাঁকিয়ে বসছে রাশিয়াতে৷ করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ নতুন করে কড়া করোনাবিধি শুরু করতে চলেছে দেশটি৷ যদিও লকডাউনের পথে হাঁটতে একেবারেই রাজি নয় রাশিয়া৷

ডেল্টার ভয়বহতা দেখছে রাশিয়া, বাড়ছে দৈনিক মৃত্যু

শনিবার করোনায় রেকর্ড সংখ্যায় মৃত্যু হয়েছে রাশিয়াতে। গত শুক্রবার রাশিয়ায় কোভিড সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিলেন৷ মৃতের সংখ্যাটা ছিল ৬৭৯। কিন্তু শনিবারই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৯৭ ৷ এখনও পর্যন্ত এটাই একদিনে রাশিয়াতে সবচেয়ে বেশি মৃত্যু করোনায়৷

করোনার ডেল্টা স্ট্রেন নিয়ে সারা বিশ্বকে আগেই সতর্ক করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা৷ সংক্রমণ ও মারণ ক্ষমতায় করোনার এই থ্রিপল মিউটেন্ট স্ট্রেন অন্য যে কোনও কোভিড স্ট্রেনের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এই স্ট্রেনে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতাল, অক্সিজেন ও ভেন্টিলেটর বেশি প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছে WHO, পাশাপাশি ভ্যাকসিনের সুরক্ষা বলয়কেও ভাঙতে সক্ষম এই ডেল্টা স্ট্রেন। এরকমই তথ্য উঠে এসেছে একাধিক গবেষণায়।

রাশিয়াতে ডেল্টা স্ট্রেনের সংক্রমণে মৃত্যু হার বেড়ে যাওয়াতে ভ্যাকসিনেশনের প্রবণতা বেড়েছে। মানুষ দ্রুত ভ্যাকসিন নিতে চাইছেন। চাইছেন সুস্থ থাকতে৷ এই চাহিদা পূরণে স্পুটনিকV নামের দেশীয় ভ্যাকসিন ছাড়াও বাজারে থাকা আরও অন্য ভ্যাকসিনের কথা ও ভাবছে রাশিয়া।

More RUSSIA News  

Read more about:
English summary
Russia is witnessing Delta terror, increasing daily deaths
Story first published: Sunday, July 4, 2021, 15:51 [IST]