ভোটের আগে করা অঙ্গীকার পূরণে নেমেছেন মমতা, এবার কৃষকবন্ধু প্রকল্পে প্রথম কিস্তি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার কুর্সিতে বসেই মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ নিতে শুরু করলেন। নির্বাচনী ইস্তেহারে তিনি যে সমস্ত অঙ্গীকার পালনের কথা বলেছিলেন, তা পালনে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্টুডেন্টস ক্রেডিট কার্ড রূপায়ণের পরই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে হাত দিলেন।

কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা

কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা বাংলার ৬২ লক্ষ কৃষকের কাছে পাঠানো হল। মাত্র ১৫ দিনের মধ্যে প্রায় ৬২ লক্ষ কৃষকের টাকা পৌঁছে গিয়েছে। কারও অ্যাকাউন্টে ৫০০০ টাকা, কারও ২০০০ টাকা ঢুকেছে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের ইস্তেহারে ১০ অঙ্গীকারের মধ্যে এই অঙ্গীকারও ছিল।

৬১,২১,৮৮০ কৃষকের অ্যাকাউন্টে টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. গত ১৭ জুন জেলায় জেলায় কৃষকদের টাকা দেওয়ার কাজ শুরু হবে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ১৫ দিনের মধ্যে ৬১,২১,৮৮০ কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য। এই খাতে রাজ্যের কোষাগার থেকে ১৮০০ কোটি টাকা খরচ হয়েছে।

৬৭ লক্ষ কৃষককে ভাতা পরের কিস্তিতে

নবান্ন সূত্রে জানানো হয়েছে, এ বছরই ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৫০০০ টাকা বা ২০০০ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে ডিসেম্বরে কৃষকবন্ধু প্রকল্পে বাড়বে কৃষকের সংখ্যা। ডিসেম্বরে প্রায় ৬৭ লক্ষ কৃষককে এই ভাতা দেওয়া হবে। এই প্রকল্পে বছরে ৪৫০০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার।

মমতার তৃতীয় মেয়াদে বরাদ্দ দ্বিগুণ

এই কৃষক বন্ধু প্রকল্প তৃণমূল সরকারের দ্বিতীয় মেয়াদেও ছিল। তবে তৃতীয় মেয়াদে বরাদ্দ বাড়ানো হয়েছে। যে কৃষকের এক একরের কম জমি থাকতে, তাঁদের বার্ষিক ২০০০ টাকা এবং এক একররে বেশি জমি থাকলে ৫০০০ টাকা দেওয়া হত। এবার সেই অর্থ দ্বিগুণ হয়েছে। অর্থাৎ এক একর জমি থাকলে ১০ হাজার টাকা। আর কম থাকলে ৪০০০ টাকা দেওয়া হচ্ছে। দুই কিস্তিতে এই টাকা দেবে রাজ্য সরকার।

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Mamata Banerjee fulfills more promise according to manifesto of Assembly election
Story first published: Sunday, July 4, 2021, 13:26 [IST]