ঘটনাস্থলে যান মদন মিত্র
তাঁর এলাকায় এমন রাজনৈতিক হানাহানির খবর পেয়েই রাতেই এলাকায় যান মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের দাবি, এলাকায় প্রোমোটিং রাজের জেরে দুষ্কৃতী ও সিন্ডিকেটের দাপট বেড়েছে। তাঁর অভিযোগ এর নেপথ্যে বিজেপির মদত রয়েছে।
কী ঘটেছে রাতের অন্ধকারে?
জানা গিয়েছে, রাত সাড়ে ন'টা নাগাদ কামারহাটির ২২ নম্বর ওয়ার্ডের বিভার মোড়ের তৃণমূলের কার্যালয়ে বসেছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ সেখান আচমকাই কয়েকজন বাইকে এসে পৌঁছয়। এরপর তৃণমূল পার্টি অফিসে তারা চড়াও হয় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় ওই দুষ্কৃতীরা। দুই কর্মীকে আলাদা করে বাইরে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয় বলে খবর।
আহতরা হাসপাতালে ভর্তি
এদিকে, আহত দুই কর্মীকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপাতত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
থমথমে গোটা এলাকা, প্রতিবাদ মিছিলের ডাক
এদিকে এই গুলি চলার ঘটনার জেরে গোটা এলাকা থমথমে। এদিন বিকেলে এলাকায় একটি প্রতিবাদ মিছিলের জাক দিয়েছেন মদন মিত্র। অন্যদিকে, গুলি চলার পর থেকে ত্রস্ত এলাকা। এছাড়াও এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের প্রতিবাদে এফআইআর করার কথাও বলেছেন মদন মিত্র।