ডেল্টা ভ্যারিেন্টের উদ্বেগের মধ্যেই হাজারের সামান্য নিচে দৈনিক মৃতের সংখ্যা, ভারতের করোনা গ্রাফ একনজরে

ভারতে করোনার জেরে নতুন করে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে ৪৩০৭১ জন। প্রসঙ্গত, গতকালই এই দৈনিক আক্রান্তের সংখ্য়া ৪৪ হাজারের ঘরে ছিল বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক। গতকালের রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৬,৬১৭ জন। মৃতের সংখ্যাও এক হাজারের নিচেই ছিল। এদিকে, আজও দৈনিক মৃতের সংখ্যা হাজারের নিচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৫৫ জনের। প্রসঙ্গত, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে, ৩ কোটির অঙ্ক। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত, ৩,০৫,৪৫৪৩৩ জন। মোট সুস্থতার সংখ্যা ২,৯৬,৫৮,০৭৮ জন। অ্যাক্টিভ কেস রয়েছে ৪,৮৫,৩৫০ জন। মৃতের মোট সংখ্য়া মোট ৪,০২,০৫৫ জন। দেশে এযাবৎকালে মোট ভ্যাকসিনেশন হয়েছে ৩৫,১২,২১৩০৬ জনের।

প্রসঙ্গত, এই নিয়ে টানা ৭ দিন ধরে দেশে হাজারের নিচে করোনা সংক্রমণ। একটা সময় যখন করোনার জেরে আক্রান্তের সংখ্যা দৈনিক ৪ লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছিল, তখনের সময় থেকে বর্তমানের পরিস্থিতি অনেকটাই ভালো হয়েছে। এদিকে, গতকালের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ২ শতাংশ কমতিতে রয়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। দিল্লি , কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে করোনার সংক্রমণেও বেশ কমতি দেখা যাচ্ছে। এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টের উদ্বেগের মাঝে পড়ে করোনার জেরে দেশের একাধিক রাজ্যে করোনা বিধি লাগু নিয়ে রয়েছে বিভিন্ন নিয়ম।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus report of India on 4 july , Country records 43,071 new COVID19 cases