অধিনায়কোচিত ব্যাটিংয়ে বিশ্বরেকর্ড, ইংল্যান্ডে হোয়াইটওয়াশ বাঁচিয়ে বিশ্বসেরা মিতালি

ইংল্যান্ড সফরে প্রথম জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সঙ্গে ইংল্যান্ডের কাছে ভারত হোয়াইটওয়াশ এড়াল রুদ্ধশ্বাস ম্যাচে মিতালি রাজের অধিনায়কোচিত ব্যাটিংয়ে। ওরসেস্টারে আজ ভারত অধিনায়ক মিতালি রাজ গড়লেন জোড়া বিশ্বরেকর্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তিন বল বাকি থাকতে ভারতকে এনে দিলেন চার উইকেটে স্মরণীয় জয়। একদিনের সিরিজে টানা তৃতীয় অর্ধশতরান করার ফাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড নিজের দখলে তো আনলেনই, সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে হলেন বিশ্বের সবচেয়ে সফল অধিনায়কও।

শিখরে সচিন ও মিতালি

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। ৬৬৪টি ম্যাচে সচিন করেছেন ৩৪,৩৫৭ রান, ১০০টি শতরান ও ১৬৪টি অর্ধশতরান-সহ। ৪৬৩টি একদিনের আন্তর্জাতিকে সচিন করেছেন ১৮,৪২৬ রান। ২০০টি টেস্টে ১৫,৯২১ ও ১টি টি ২০ আন্তর্জাতিকে ১০ রান। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটেও সবচেয়ে বেশি রানের মালিক হলেন মিতালি। টপকে গেলেন শার্লটি এডওয়ার্ডসের ১০,২৭৩ রানের রেকর্ড। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এই দুজন ছাড়া আর কেউ ১০ হাজারের মাইলস্টোন স্পর্শ করতে পারেননি। ৮টি শতরান-সহ ৮৭ বার ৫০-এর বেশি রান করেছেন মিতালি। অধিনায়ক হিসেবে ৫টি শতরান ও ৪৯টি অর্ধশতরান করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দেশের মাটিতে করেছেন ৩,৬১৩ রান। শিখরে পৌঁছে দলকে জেতাতে পেরে তৃপ্ত মিতালি বলেছেন, আমি খুশি।

একদিনের আন্তর্জাতিকে

একদিনের আন্তর্জাতিকে ২১৭টি ম্যাচে মিতালির রানের ধারেকাছে কেউ এখনও নেই। মিতালি ২১৭টি ম্যাচে ১৯৬টি ইনিংসে করেছেন ৭,৩০৪ রান। সর্বাধিক অপরাজিত ১২৫। গড় ৫১.৮০, সাতটি শতরান ও ৫৮টি অর্ধশতরান রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি অর্ধশতরানের হ্যাটট্রিক করলেন। মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকার প্রথম দশে মিতালি রাজ ছাড়া আর কোনও ব্যাটসম্যানের গড়ই ৫০-এর উপরে নেই। এদিন সিরিজের শেষ ম্যাচে দলকে জিতিয়ে মিতালি বলেন, জানতাম উইকেটে থাকলেই জেতা যাবে, ডাগআউটে বসে নয়। পার্টনারশিপ গড়ায় জোর দিয়েছিলাম। নতুন ক্রিকেটারদের গাইড করাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। সবমিলিয়ে জিতে ভালো লাগছে।

মিতালির রেকর্ড-বুক

মহিলাদের আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে ১৭৯টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৬,০১৫। অধিনায়ক হিসেবে অবশ্য এখনও মিতালির চেয়ে এগিয়ে শার্লটি, ২২০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লটি অধিনায়ক হিসেবে রান করেছেন ৬,৭২৮। এদিন ইংল্যান্ডকে হারিয়ে একদিনের আন্তর্জাতিকে অবশ্য বিশ্বের সবচেয়ে সফল অধিনায়ক হয়ে গেলেন মিতালি রাজ। তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বেলিন্ডা ক্লার্কের ৮৩টি একদিনের আন্তর্জাতিকে জয়ের রেকর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালি সবচেয়ে বেশি ২,৯২৪ রান করেছেন। মহিলাদের ক্রিকেটে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে এত রানও নজিরবিহীন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮১টি ইনিংসে ২৫টি অর্ধশতরান ও একটি শতরান রয়েছে মিতালির।

বোলিংয়ের উন্নতি

সিরিজের শেষ ম্যাচে ভারত যেভাবে খেলেছে তা টি ২০ সিরিজের আগে দলের আত্মবিশ্বাস বাড়াবে। প্রথম দুটি ম্যাচে টস হেরে ভারত প্রথমে ব্যাট করেছিল। দুটি ম্যাচে ব্যাটিংয়ের উন্নতি হলেও দল জিততে পারেনি। এদিন টস জিতে ভারত ফিল্ডিং নেয়। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ওভার কমিয়ে ৪৭ করা হয়েছিল। হিদার নাইটের ৪৯ সত্ত্বেও ভারতীয় স্পিনারদের দাপটে ইংল্যান্ড ২১৯-এর বেশি তুলতে পারেনি। দীপ্তি শর্মা ৪৭ রানে ৩ উইকেট নেন। ঝুল গোস্বামী, শিখা পাণ্ডে, পুণম যাদব, স্নেহ রানা ও হরমনপ্রীত কৌর একটি করে উইকেট দখল করেন।

হোয়াইটওয়াশ এড়ানো

জবাবে খেলতে নেমে তিন বল বাকি থাকতে চার উইকেটে জয় পায় ভারত। টানা তিনটি ম্যাচে অর্ধশতরান করলেন মিতালি রাজ। শেফালি ভার্মা ১৯ রান করেন। স্মৃতি মান্ধানা করেন ৪৯। মিতালি রাজ অপরাজিত থাকেন ৮৬ বলে ৭৫ রান করে। মেরেছেন আটটি চার। হরমনপ্রীত ১৬, দীপ্তি ১৮ করার পর স্নেহ রানা করেন ২৪। সোফি এক্লেসটোন নেন দুটি উইকেট। ম্যাচের সেরা মিতালিই।

More MITHALI RAJ News  

Read more about:
English summary
Mithali Raj Became The Leading Run-Getter In Women's International Cricket. She Is Also Most Successful Captain In Women's ODI.